
ঢাকা কেন্দ্রীয় কারাগারের একটি কক্ষে গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেন বিরুলিয়ার সাবেক চেয়ারম্যান সুজন
নিউ ঢাকা টাইমস : ডেক্স রিপোর্ট
ঢাকা, বাংলাদেশ:
ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র হাতে হামলার ঘটনায় আলোচিত সাভারের বিরুলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং আওয়ামী লীগ নেতা সাইদুর রহমান সুজন (৪৫) ঢাকা কেন্দ্রীয় কারাগারে আত্মহত্যা করেছেন।
কারা সূত্রে জানা গেছে, রবিবার বেলা ১১টার দিকে কারাগারের সূর্যমুখী ভবনের একটি সাধারণ কক্ষে নিজের গলায় গামছা পেঁচিয়ে ফাঁস দেন তিনি। এরপর তাকে দ্রুত কারা হাসপাতালে নেওয়া হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়।
চিকিৎসকরা বেলা সাড়ে ১২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহটি বর্তমানে ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।
জানা গেছে, তিনি যে কক্ষে বন্দি ছিলেন, সেটি ছিল একটি সাধারণ কক্ষ। সেখানেই নিজের ব্যবহৃত গামছা দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন সুজন।
উল্লেখ্য, ছাত্র-জনতার আন্দোলনের সময় আওয়ামী লীগ নেতা সুজনকে আন্দোলনকারীদের ওপর গুলি চালাতে দেখা গিয়েছিল। এছাড়া তিনি বিরুলিয়ায় জমি দখল ও এলাকায় প্রভাব বিস্তারের অভিযোগে দীর্ঘদিন ধরে বিতর্কিত ছিলেন।
৫ আগস্ট আওয়ামী লীগের সরকার পতনের পর শেখ হাসিনার ভারত পালিয়ে যাওয়ার সময় সুজন আত্মগোপনে চলে যান। পরবর্তীতে জানুয়ারির তৃতীয় সপ্তাহে রাজধানীর উত্তরার একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর থেকেই তিনি কারাবন্দি ছিলেন।
অন্যান্য পত্রিকার উল্লেখ হেডলাইন এবং তথ্যসূত্র:
– প্রথম আলো: “কারাগারে আত্মহত্যা করলেন আওয়ামী লীগ নেতা সুজন”
– যুগান্তর: “কারাগারে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা সুজনের”
– বাংলা ট্রিবিউন: “আওয়ামী লীগ নেতার আত্মহত্যা, ঢামেকে নেওয়ার পর মৃত্যু”
– ডেইলি ইনকিলাব: “কারাগারে আত্মঘাতী আওয়ামী লীগ নেতা সুজন”
– নিউজবাংলা: “বিরুলিয়ার সাবেক চেয়ারম্যান সুজনের আত্মহত্যা”