
জয়পুরহাটের আক্কেলপুর থানায় দায়িত্বে থাকা মাসুদ রানা ঘুষ গ্রহণ ও ক্ষমতা পক্ষপাতের দায়ে বিভাগীয় মামলায় দোষী সাব্যস্ত হয়ে ওসি থেকে তিন বছরের জন্য এসআই পদে নেমে গেলেন।
নিউ ঢাকা টাইমস : ডেস্ক রিপোর্ট
জয়পুরহাটের আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা ঘুষ গ্রহণ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে বিভাগীয় মামলায় দোষী প্রমাণিত হওয়ার পর পুলিশ বিভাগ তাকে ওসি (পরিদর্শক) পদের পরিবর্তে তিন বছরের জন্য উপ-পরিদর্শক (এসআই) পদে অবনমিত করেছে।
সূত্র জানায়, ২০১৮ সালে রংপুর ডিবিতে পরিদর্শক হিসেবে কর্মরত অবস্থায় পীরগঞ্জ থানার একটি হত্যা মামলার তদন্তের সময় মাসুদ রানা বিরুদ্ধে এই অভিযোগ ওঠে। ওই অভিযোগের ভিত্তিতে বিভাগীয় মামলা দায়ের করা হয়। দীর্ঘ তদন্ত ও প্রক্রিয়া শেষে সম্প্রতি পুলিশ সদর দপ্তর তার ওপর শাস্তিমূলক ব্যবস্থা নেয়।
মাসুদ রানা ২০২৩ সালের ২০ জুলাই আক্কেলপুর থানায় তদন্ত কর্মকর্তা (ওসি) হিসেবে যোগ দেন। পরবর্তীতে ২০২৫ সালের ৮ মার্চ তিনি ভারপ্রাপ্ত ওসি হিসেবে দায়িত্ব নেন। অবনমনের সিদ্ধান্ত কার্যকর হওয়ায় তিনি গত ২৪ জুন আনুষ্ঠানিকভাবে থানার দায়িত্ব হস্তান্তর করেন।
জটিলতা সম্পর্কে জানতে চাইলে জয়পুরহাট জেলা পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব নিশ্চিত করে বলেন, “আদালত বা বিভাগীয় প্রক্রিয়া অনুযায়ী মাসুদ রানাকে তিন বছরের জন্য এসআই পদে অবনমিত করা হয়েছে। নিয়ম অনুযায়ী তার দায়িত্ব হস্তান্তর করা হয়েছে।”
🗞️ অন্যান্য পত্রিকার হেডলাইন
সমকাল: “ওসি থেকে এসআই মাসুদ রানা”
দৈনিক ইত্তেফাক: “ঘুষ মামলায় শাস্তি, ওসি মাসুদ রানা এখন এসআই”
জাগোনিউজ২৪: “ঘুষ নিয়ে ‘ওসি’ এখন ‘এসআই’”
ঢাকা মেইল: “ঘুষ-দুর্নীতিতে অভিযুক্ত আক্কেলপুর থানার সেই ওসি এখন এসআই”
কালবেলা: “মাসুদ এখন ওসি থেকে এসআই”