
সিলেট–নবীগঞ্জ রুটে চলন্ত বাসে এক কিশোরীকে চালক ও হেলপারের বিরুদ্ধে অভিযোগ, স্থানীয়রা ডাকেন সেনা ও পুলিশকে – ঘটনাস্থল থেকে উদ্ধার ও মামলা রুজু
নিউ ঢাকা টাইমস : ডেক্স রিপোর্ট
সোমবার ১৫ জুন দিবাগত রাত ১২টায় সিলেট–নবীগঞ্জ আউশকান্দি সড়কের ছালামতপুর এলাকায় চলন্ত বাসে এক কিশোরীকে চালক ও তার সহযোগী লিটন মিয়া পালাক্রমে জোরপূর্বক ধর্ষণ করায় স্থানীয়রা উদ্ধার করে।
নির্যাতনের শিকার কিশোরী বানিয়াচঁ জেলার বাড়ির কর্মরত গার্মেন্টসকর্মী। তিনি ঢাকার ফার্মগেট থেকে ‘বিলাশ পরিবহন’ বাসে বাড়ি ফিরছিলেন। শায়েস্তাগঞ্জে না নামায় ঘুমিয়ে পড়ে সিলেটে পৌঁছে যান। এরপর তিনি ‘মা এন্টারপ্রাইজ’ বাসে ওঠেন, কিন্তু শেরপুর পেরিয়ে যাত্রীরা নামার পর ওটা একা পড়ে যান।
এই সুযোগ কাজে লাগিয়ে বাস চলাকালীন চালক সাব্বির মিয়া (২৭) ও হেলপার লিটন মিয়া তাঁকে জোরপূর্বক ধর্ষণ করে। কিশোরীর চিৎকারে স্থানীয়রা দ্রুত সেনাবাহিনী ও পুলিশে খবর দেয়। সেনাবাহিনীর সহায়তায় উদ্ধারকারী দল পৌঁছে ভুক্তভোগীকে উদ্ধার ও চালককে আটক করে, কিন্তু লিটন পালিয়ে যায়।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ মো. কামরুজ্জামান জানান, “স্থানীয়দের সহায়তায় অভিযুক্ত চালককে আটক ও ভুক্তভোগীকে নিরাপদে উদ্ধার করেছি। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।”
📰 অন্য পত্রিকার হেডলাইন
✅ Shomoyer Alo: **“বাড়ি ফেরার পথে চলন্ত বাসে কিশোরীকে ধর্ষণ, চালক ১”**
✅ Sangbad.net.bd: **“হবিগঞ্জে চলন্ত বাসে কলেজছাত্রীকে ধর্ষণ, চালক আটক”**
✅ Asian TV: **“চলন্ত বাসে কলেজ ছাত্রীকে পালাক্রমে ধর্ষণ, চালক আটক”**
✅ Diganto Press: **“চলন্ত বাসে কিশোরীকে পালাক্রমে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার চালক”**