
বগুড়ায় এনসিপি প্রধান সমন্বয়কের বিরুদ্ধে প্রতারণা, চেক ডিজঅনারে মামলাও দায়ের
নিউ ঢাকা টাইমস : ডেক্স রিপোর্ট
বগুড়া, বাংলাদেশ – সারিয়াকান্দি উপজেলার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রধান সমন্বয়ক সাইফুল ইসলাম বুলবুলের বিরুদ্ধে বড় ধরনের প্রতারণার অভিযোগ উঠেছে। অভিযোগে বলা হয়েছে, তিনি চাকরি দেওয়ার আশ্বাস দিয়ে এক ব্যক্তির কাছ থেকে সাত লাখ টাকা নিয়েছেন এবং পরে সেই টাকা ফেরত না দিয়ে উল্টো হুমকি দিয়েছেন।
ফুলবাড়ি দক্ষিণপাড়া বালুচরা গ্রামের বাসিন্দা আবদুল মান্নান গত বৃহস্পতিবার (১২ জুন) রাতে সারিয়াকান্দি থানা ও স্থানীয় সেনা ক্যাম্পে লিখিত অভিযোগ জমা দেন। একইসঙ্গে তিনি একটি উকিল নোটিশও পাঠিয়েছেন অভিযুক্ত এনসিপি নেতার কাছে।
মান্নান জানান, চাতাল ব্যবসার সূত্র ধরে বুলবুলের সঙ্গে তার পরিচয় হয়। বুলবুল নিজেকে উপজেলা এনসিপির প্রধান সমন্বয়ক পরিচয় দিয়ে বগুড়া জেলা পরিষদে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দেন। এজন্য তিনি মান্নানের কাছ থেকে নগদ সাত লাখ টাকা নেন এবং চাকরি না হলে টাকা ফেরতের কথা বলেন। কিন্তু চাকরি না হওয়ায় টাকা ফেরত চাইলে তিনি চেক দেন, যা ব্যাংকে জমা দিলে অর্থ না থাকায় ডিজঅনার হয়। পরে আদালতে এনআই অ্যাক্টে মামলা করা হয়।
মান্নান অভিযোগ করেন, টাকা জোগাড় করতে গরু ও জমি বিক্রি করতে হয়েছে। এখন চাকরি না পেয়ে এবং টাকা না পেয়ে তিনি চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। তিনি আরও জানান, উকিল নোটিশ পাঠানোর পর থেকে এনসিপি নেতা বুলবুল তাকে নানা হুমকি দিয়ে যাচ্ছেন এবং মামলা তুলে নিতে চাপ দিচ্ছেন।
এ বিষয়ে এনসিপির প্রধান সমন্বয়ক বুলবুল বলেন, “আমাদের মধ্যে কেবল ব্যবসায়িক লেনদেন হয়েছে, চাকরির প্রতিশ্রুতির বিষয়টি সঠিক নয়।” তিনি আরও দাবি করেন, একটি পক্ষ এনসিপির ভাবমূর্তি ক্ষুণ্ন করতে রাজনীতির সঙ্গে এই ঘটনাকে জড়াচ্ছে।
সারিয়াকান্দি থানার ওসি জামিরুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছেন এবং সঠিক তদন্তের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, এনসিপির শ্রমিক উইংয়ের কেন্দ্রীয় সংগঠক ডা. আবদুল্লাহ আল সানী জানান, “সংগঠনে কোনো ধরনের প্রতারক, চাঁদাবাজ কিংবা অপরাধীর স্থান নেই। প্রাথমিকভাবে অভিযুক্ত নেতাকে মৌখিক শোকজ করা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে দলীয় ব্যবস্থা নেওয়া হবে, আর মিথ্যা হলে অভিযোগকারীর বিরুদ্ধেও আইনি পদক্ষেপের পরামর্শ দেওয়া হবে।”
অন্যান্য পত্রিকার উল্লেখ হেডলাইন এবং তথ্য সুত্র।
– যুগান্তর: “চাকরি দেওয়ার নামে ৭ লাখ টাকা আত্মসাৎ, এনসিপি নেতার বিরুদ্ধে অভিযোগ”
– বাংলাদেশ প্রতিদিন: “বগুড়ায় এনসিপি নেতার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ”
– মানবজমিন: “উকিল নোটিশে ক্ষিপ্ত এনসিপি নেতা, চাকরির নামে প্রতারণা”
– কালের কণ্ঠ: “চাকরি প্রলোভনে সাত লাখ হাতিয়ে নিলেন এনসিপি নেতা”
– সমকাল: “চাকরি না, টাকা ফেরত না – এনসিপি নেতার বিরুদ্ধে মামলায় আতঙ্কে ভুক্তভোগী”