
বাংলাদেশের কুমিল্লার দাউদকান্দিতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহনাজ বেগমের বিরুদ্ধে হত্যা মামলার অভিযোগ ও অনিয়মের প্রতিবাদে শতাধিক মানুষ বিক্ষোভ ও মানববন্ধনে অংশ নেয় বুধবার দুপুরে।
মাসুম বিন ইদ্রিস কুমিল্লা
কুমিল্লার দাউদকান্দি উপজেলার বারপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহনাজ বেগমের পদত্যাগ এবং গ্রেফতারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৩ জুলাই) দুপুর ১২টার দিকে ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে এই মানববন্ধনে অংশ নেন শতাধিক স্থানীয় বাসিন্দা, সাধারণ শিক্ষার্থী এবং ‘বৈষম্য বিরোধী আন্দোলন’-এর সমন্বয়করা।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, শাহনাজ বেগম ২০২৪ সালের ‘বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন’-এ সংঘটিত একাধিক হত্যা মামলার আসামি হওয়া সত্ত্বেও কীভাবে ইউনিয়ন পরিষদের দায়িত্বে আছেন, তা বোঝা যাচ্ছে না।বাংলাদেশ, দাউদকান্দি, বারপাড়া ইউনিয়ন, ইউনিয়ন পরিষদ, মানববন্ধন, শাহনাজ বেগম, রাজনীতি, স্থানীয় সরকার, বিক্ষোভ, হত্যা মামলামানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, শাহনাজ বেগম ২০২৪ সালের ‘বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন’-এ সংঘটিত একাধিক হত্যা মামলার আসামি হওয়া সত্ত্বেও কীভাবে ইউনিয়ন পরিষদের দায়িত্বে আছেন, তা বোঝা যাচ্ছে না।
তাদের বক্তব্য অনুযায়ী, ওই ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর চালানো হামলার ঘটনায় দায়ের করা মামলায় তার বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নিতে হবে এবং অবিলম্বে গ্রেফতার নিশ্চিত করতে হবে।
বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে শাহনাজ বেগমকে গ্রেফতার করা না হলে তারা কঠোর কর্মসূচি নিতে বাধ্য হবেন এবং প্রয়োজনে আইন নিজের হাতে তুলে নেবেন।
মানববন্ধনে আরও বলা হয়, দায়িত্ব পালনের সময় শাহনাজ বেগম বিভিন্ন পরিষেবা দিতে গিয়ে নিয়মবহির্ভূতভাবে অর্থ দাবি করেছেন, যা জনগণের ভোগান্তি বাড়িয়েছে এবং প্রশাসনের স্বচ্ছতা প্রশ্নবিদ্ধ করেছে।
প্রসঙ্গত, ২০২৪ সালের জুলাই-আগস্টে ঘটে যাওয়া গণঅভ্যুত্থানের পর জনগণের ভোটে নির্বাচিত চেয়ারম্যান মাজহারুল ইসলাম মানিক সওদাগরের অনুপস্থিতিতে গত বছরের ১০ সেপ্টেম্বর থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন শাহনাজ বেগম।
এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নে শাহনাজ বেগম মোবাইলে জানান, “আমার বিরুদ্ধে আনিত সব অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে এসব অপপ্রচারে লিপ্ত হয়ে আমাকে পদত্যাগে বাধ্য করতে চাইছে।”