দেশবিরোধী প্রচারণার অভিযোগে ৬ আসামি কারাগারে

দেশবিরোধী প্রচারণার অভিযোগে ৬ আসামি কারাগারে


নিউ ঢাকা টাইমস : ডেক্স রিপোর্ট

দেশবিরোধী প্রচারণায় জড়িত থাকার অভিযোগে পল্টন মডেল থানায় দায়ের করা দুটি ভিন্ন মামলায় গ্রেপ্তারকৃত ছয় আসামিকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। মঙ্গলবার (১০ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পার্থ ভদ্র এই আদেশ দেন।

কারাগারে পাঠানো আসামিরা হলেন: নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের তিতুমীর কলেজ শাখার সাবেক উপ-কৃষি বিষয়ক সম্পাদক আবু হানিফ, ছাত্রলীগ কর্মী তুষার আহম্মেদ, সহিদুল ইসলাম নাইমফাহাদ হোসেন রাব্বি, আওয়ামী লীগ নেতা মো. আবুল কালাম, এবং খিলক্ষেত থানা যুবলীগের কর্মী সবুজ মিয়া

এদিন রিমান্ডের মেয়াদ শেষ হওয়ায় তাদের আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা তাদের কারাগারে আটক রাখার আবেদন জানালে আদালত সে আবেদন মঞ্জুর করে আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে, গত ৯ জুন আদালত তাদের একদিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন।

মামলার বিবরণ অনুযায়ী, অন্তর্বর্তীকালীন সরকারবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে পল্টন মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনে এই দুটি পৃথক মামলা দায়ের করা হয়। এর মধ্যে গত ২৪ মে, আসামি নাইম ও বাপ্পি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগের সমর্থক, অর্থদাতা, পরামর্শদাতা এবং নির্দেশদাতা হিসেবে সক্রিয়ভাবে দেশবিরোধী প্রচারে অংশ নেন। অন্যদিকে, অন্য চার আসামি গত ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবসকে কলুষিত করা, দেশের সার্বভৌমত্বে আঘাত হানা, জনমালের নিরাপত্তা বিঘ্নিত করা এবং বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যে সক্রিয়ভাবে দেশবিরোধী প্রচারণায় লিপ্ত ছিলেন। আসামিরা বাংলাদেশের অখণ্ডতা, সংহতি, জননিরাপত্তা বা সার্বভৌমত্ব বিপন্ন করার লক্ষ্যে সন্ত্রাসী কার্যক্রম ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডের পরিকল্পনায় লিপ্ত ছিলেন বলে অভিযোগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *