
দক্ষিণ সিটি করপোরেশন নিয়ে অবস্থান কর্মসূচিতে ইশরাকের হুঁশিয়ারি— দাপ্তরিক নয়, কেবল জরুরি সেবা চলবে
নিউ ঢাকা টাইমস : ডেক্স রিপোর্ট
বিএনপি নেতা ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, “নগর ভবনের তালা খোলা হবে না। এটি আন্দোলনের প্রতীক হিসেবেই থাকবে। নগর ভবন চলবে জনগণের তত্ত্বাবধানে, কোনও কর্মকর্তা সেখানে অফিস করতে পারবেন না।”
রবিবার, ১৫ জুন, ঢাকাবাসীর চলমান অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। বাংলাদেশে এই কর্মসূচি পালন করা হয় ইশরাক হোসেনকে ডিএসসিসির মেয়র হিসেবে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে।
তিনি আরও বলেন, “জন্ম নিবন্ধন সনদসহ সাধারণ সেবা অব্যাহত থাকবে। তবে উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনাকারীরা অফিস করতে পারবেন না। আমাদের তত্ত্বাবধানে জনসাধারণের প্রয়োজনীয় সেবা চালু থাকবে।”
ইশরাক হোসেন জানিয়েছেন, শপথ না নেওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চলবে। তিনি বলেন, “আমি গায়ের জোরে নয়, সাংবিধানিকভাবে এবং জনগণের ভোটে বৈধ মেয়র হিসেবে নির্বাচিত হয়েছি। বরং বর্তমান সরকারের বিরুদ্ধে আইন ও সংবিধান লঙ্ঘনের অভিযোগ উঠবে।”
তিনি সরকারের উদ্দেশে বলেন, “দ্রুত এই বিষয়টির সমাধান করুন। রাজনৈতিক প্রতিহিংসার কারণে আমাকে শপথ পড়ানো হচ্ছে না। স্থানীয় সরকার উপদেষ্টা আদালতের রায় উপেক্ষা করে সরকার আইন ভঙ্গ করেছে।”
এই সময় তিনি নগর ভবনের অচলাবস্থার দ্রুত সমাধানে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেন।
অন্যান্য পত্রিকার উল্লেখ হেডলাইন এবং তথ্যসূত্র:
– বাংলাদেশ প্রতিদিন: “নগর ভবনের তালা না খুলেই সেবা চালু রাখার ঘোষণা ইশরাকের”
– যুগান্তর: “ইশরাকের হুঁশিয়ারি: অফিস নয়, চলবে শুধু জরুরি সেবা”
– কালের কণ্ঠ: “নগর ভবনে অবস্থান কর্মসূচি, মুখ খুললেন ইশরাক”
– বাংলা ট্রিবিউন: “ডিএসসিসি ভবনের তালা খুলবে না: ইশরাক হোসেন”
– ডেইলি স্টার: “Israk refuses to open Nagar Bhaban gate amid protest”