
রাজশাহীতে ভার্চুয়াল সম্মেলনে তারেক রহমান জানান, আগামী নির্বাচনে মানুষের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার পথে কাজ শুরু হবে।
নিউ ঢাকা টাইমস : ডেক্স রিপোর্ট
বাংলাদেশের রাজনীতি ও পানির ন্যায্যতা নিয়ে বিএনপি নেতৃত্বে নতুন দাবির ঘোষণা করা হয়েছে।
রাজশাহী মহানগর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে রোববার (১০ আগস্ট) ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, দেশের অধিকাংশ মানুষ বিএনপির ওপর আস্থা রাখতে চায়। ঐক্যবদ্ধ থেকে সেই আস্থার মূল্যায়ন করে দেশকে পুনর্গঠন করতে হবে।
তিনি আরও বলেন, “পানির ন্যায্য হিস্যা আদায়ে প্রয়োজনে আমাদের দল আন্তর্জাতিক আদালতের সাহায্য নেবে।” আগামী বছরের রমজানের আগে নির্বাচনের মাধ্যমে মানুষের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার প্রথম ধাপ বাস্তবায়িত হবে বলে আশা ব্যক্ত করেন তিনি।
তারেক রহমান সরকারের সমালোচনা করে বলেন, “স্বৈরাচার এই দেশের অর্থনীতি, স্বাস্থ্য, আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীকে নষ্ট করে দিয়েছে। বিএনপি তা পুনর্গঠনের লক্ষ্যে কাজ করবে।”
তিনি দেশের উন্নয়নের জন্য দক্ষ কর্মসংস্থান ব্যবস্থা গড়ে তোলার এবং শিক্ষার আলো শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দেওয়ার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন।
বিএনপির চেয়ারম্যান বলেন, “দেশের অগ্রগতির পথে চ্যালেঞ্জ মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দলের নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ‘দলকে জনগণের কাছে নিয়ে যেতে হবে এবং তাদের মনে আস্থা সৃষ্টি করতে হবে।’”