পুরো গাজা দখলের পরিকল্পনা অনুমোদন করলো ইসরায়েল

নিউ ঢাকা টাইমস : ডেক্স রিপোর্ট

ফিলিস্তিনি ভূখণ্ডের ওপর আধিপত্য বিস্তার এবং গাজায় সামরিক তৎপরতা আরও বিস্তৃত করার পরিকল্পনায় অনুমোদন দিয়েছে ইসরায়েলের নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভা। সোমবার (৫ মে) এক সরকারি কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন।

ইসরায়েলি মন্ত্রিসভার এই বৈঠকে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও আরও কয়েকজন জ্যেষ্ঠ মন্ত্রী উপস্থিত ছিলেন। তারা সর্বসম্মতভাবে এই পদক্ষেপ গ্রহণে একমত হন।

পরিকল্পনার অন্তর্ভুক্ত রয়েছে গাজা উপত্যকা দখল, দখলকৃত অঞ্চলগুলো ইসরায়েলের প্রশাসনিক নিয়ন্ত্রণে আনা এবং গাজার সাধারণ জনগণকে দক্ষিণাঞ্চলে স্থানান্তরের উদ্যোগ।

এই বৈঠকে গাজায় একটি নতুন কাঠামোর অধীনে ত্রাণ সরবরাহ চালু রাখার বিষয়েও আলোচনা হয়েছে।

২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের হামলা শুরু হওয়ার পর ১৯ জানুয়ারি একটি যুদ্ধবিরতি কার্যকর হয়। কিন্তু ১৮ মার্চ থেকে সেই যুদ্ধবিরতি ভেঙে নতুন করে ইসরায়েল ব্যাপক হামলা শুরু করে। এখন পর্যন্ত গাজায় নিহতের সংখ্যা প্রায় ৫২ হাজার ছাড়িয়েছে।

সামরিক অভিযানের অংশ হিসেবে ইসরায়েল ইতোমধ্যে হাজার হাজার রিজার্ভ বাহিনীকে মোতায়েনের প্রস্তুতি নিয়েছে।

তবে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আসন্ন মধ্যপ্রাচ্য সফরের আগে এই পরিকল্পনার বাস্তবায়ন শুরু হবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *