পুলিশের অভিযান, ৪৮ তরুণ-তরুণী আটক

কক্সবাজারের কটেজ জোনে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে রাতে পুলিশের অভিযান, গ্রেপ্তার ৪৮ জন

নিউ ঢাকা টাইমস : ডেক্স রিপোর্ট

কক্সবাজার, বাংলাদেশ — কক্সবাজার শহরের কটেজ জোনে অভিযানে ৪৮ জন তরুণ-তরুণীকে আটক করেছে পুলিশ। শনিবার (১৪ জুন) দিবাগত রাত ১টার দিকে শহরের লাইট হাউস এলাকার কটেজ জোনে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানটি পরিচালনা করেন কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন চৌধুরী। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয় বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

আটককৃতদের মধ্যে ৩৮ জন তরুণ এবং ১০ জন তরুণী রয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস খান। তিনি বলেন, “দীর্ঘদিন ধরেই ওই এলাকায় অসামাজিক কার্যকলাপ চলছিল। অভিযানে ৪৮ জনকে আটক করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”

স্থানীয় বাসিন্দা মোহাম্মদ শফিক বলেন, “কটেজ জোনের হোটেলগুলোতে অনেকদিন ধরেই অসামাজিক কার্যকলাপ চলছিল। আমরা বারবার প্রশাসনকে জানালেও কোনো কার্যকর পদক্ষেপ ছিল না। এবার অভিযান হওয়ায় স্বস্তি ফিরে এসেছে।”

অন্যান্য পত্রিকার উল্লেখ হেডলাইন এবং তথ্যসূত্র:
– বাংলাদেশ প্রতিদিন: “কক্সবাজারে অসামাজিক কার্যকলাপে ৪৮ তরুণ-তরুণী আটক”
– জাগো নিউজ: “কটেজ জোনে অভিযান, কক্সবাজারে আটক ৪৮”
– দৈনিক যুগান্তর: “অসামাজিক কার্যকলাপ, কক্সবাজারে রাতভর অভিযান”
– ডেইলি অবজারভার: “Cox’s Bazar police detain 48 youths from hotel raid”
– বাংলা ট্রিবিউন: “কটেজে অভিযান চালিয়ে ৩৮ তরুণ ও ১০ তরুণী আটক”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *