প্রবাসীর কাছ থেকে চাঁদা না পেয়ে বন্দুক দিয়ে গুলি করে হত্যার হুমকির বিএনপি নেতার

নারায়ণগঞ্জের যুবক বিএনপি নেতা প্রবাসী থেকে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে ব্যর্থ হয়ে বিকালে হত্যার হুমকি: মামলা, পুলিশ তদন্ত শুরু করেছে।

নিউ ঢাকা টাইমস : ডেক্স রিপোর্ট

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের সাদিপুর ইউনিয়নের আমগাঁও এলাকায়, এক সৌদি প্রবাসীকে (সোহরাব হোসেন) পাঁচ লাখ টাকা চাঁদা না পাওয়ায়, স্থানীয় বিএনপির ৪ নম্বর ওয়ার্ড সভাপতি শাহজাহান ভূইয়া (৫২) বন্দুক তাক করে গুলি করে হত্যার হুমকির অভিযোগ উঠেছে।

রোববার (২২ জুন) দুপুরে ওই ইউনিয়নের আমগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। সন্ধ্যায় প্রবাসী বাদী হয়ে সোনারগাঁ থানায় শাহজাহান ছাড়াও ফারজান করিম (৩৫), আলিফ ভূইয়া (৩০) ও আছমা আক্তার (৫২) সহ অজ্ঞাতপরিচয় ১০–১২ জনের বিরুদ্ধে অভিযোগ করেন।

পরে জানা যায়, প্রবাসী তার বাড়ির পাশে মাছ চাষের পুকুর তৈরি করছিলেন। শাহজাহান ও তার সহযোগীরা ওই পুকুর থেকে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকার করলে শাহজাহান ও তার সদস্যরা তাকে মারধর করেন। একপর্যায়ে তিনি বন্দুক তাক করে গুলি করে হত্যার হুমকি দেন। একই সময় তার স্ত্রী ফাহমিদা পারভীন এগিয়ে আসলে তাকে পিটিয়ে আহত করা হয় ।

অভিযুক্ত শাহজাহান মুঠোফোনে জানান, তিনি গাড়িতে ছিলেন এবং পরে কথা বলবেন; পরবর্তীতে ফোন ধরেননি। ঘটনার সত্যতা প্রমাণ হলে দলীয় ব্যবস্থা নেবেন বলে সাদিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি কামরুজ্জামান ভূইয়া মাসুম জানান ।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মফিজুর রহমান বলেন, অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং পুলিশ তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নিবে ।


📰 অন্য পত্রিকায় পাওয়া হেডলাইন

Jugantor: “প্রবাসীকে গুলি করে হত্যার হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে”

Desh Rupantor: “সোনারগাঁয়ে চাঁদা না পেয়ে গুলি করে প্রবাসীকে হত্যার হুমকি বিএনপি নেতার”

Kaler Kantho: “চাঁদা না পেয়ে প্রবাসীকে গুলি করতে তেড়ে গেলেন …”

Rupali Bangladesh: “চাঁদা না পেয়ে অস্ত্র হাতে বিএনপি নেতার শোডাউন”

Ajker Patrika: “চাঁদা না পেয়ে প্রবাসীকে গুলি করে হত্যাচেষ্টার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *