
৮ জুনের রাতে কুমিল্লার লাকসামে প্রেমিক খুঁজতে গিয়ে পরিত্যক্ত ঘরে নিয়ে জোর করে ধর্ষণ করা হয়। অভিযুক্তদের গ্রেপ্তার করে আদালত কারাগারে প্রেরণ করেছে। ঘটনা বাংলাদেশে ঘটেছে, বিচার চলছে।
নিউ ঢাকা টাইমস : ডেক্স রিপোর্ট
0-2এক জ্যেষ্ঠী (২০) প্রেমিক রিফাতকে খুঁজতে লাকসাম শহরে যান। সেখানে অটোরিকশাচালক এনায়েতুর পরিচয় পান। তিনি তাকে সঙ্গে নিয়ে রাত ১০টার দিকে রেলস্টেশন প্ল্যাটফর্মে যান।
সেখানে কিছু বখাটে তরুণীকে উত্ত্যক্ত করে। এসময় এনায়েত নিজেকে তরুণীর “স্ত্রী” বলে পরিচয় দেন। এরপর বখাটেরা তাদের ভোর সাঢ়ে ৪টা পর্যন্ত ধরে রাখে। এনায়েত নিজের পরিচয় না দিয়ে তার পর তরুণীকে বখাটেদের হাতে তুলে দেন।
তারপর রেললাইনের পূর্ব পাশের পরিত্যক্ত একটি টিনের ঘরে বখাটেদের সহযোগিতায় অপর তিনজন—খোরশেদ, সাগর ও স্বপন—তিনি ওই তরুণীকে ধর্ষণ করেন।
পরদিন ঘটনার শিকার সেই তরুণী নিজের কর্মস্থলে ফিরে যান। রাতে পরিবারের সহযোগিতায় থানায় এসে মামলা করেন; তার মামাতো ভাই বাদী হন। পুলিশ অটোরিকশাচালক এনায়েত এবং বখাটে তিনজনকে সোমবার রাতে গ্রেপ্তার করে মঙ্গলবার সকালে আদালতে উপস্থাপন করে, তাঁরা কারাগারে পাঠানো হয়েছে।
লাকসাম থানার ওসি নাজনীন সুলতানা জানিয়েছেন, ধর্ষণের পর কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে শারীরিক পরীক্ষা ও জবানবন্দি নেওয়া হয়েছে। খোরশেদ এখনও গ্রেপ্তার হয়নি; তাকে ধরতে অভিযান চলছে।
অন্যান্য পত্রিকার প্রকৃত হেডলাইন
ইত্তেফাক: ‘প্রেমিককে’ খুঁজতে যাওয়া তরুণীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩
বাংলা ট্রিবিউন: কুমিল্লায় ‘প্রেমিককে’ খুঁজতে যাওয়া তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৩
প্রথম আলো: লাকসামে ‘প্রেমিককে’ খুঁজতে যাওয়া তরুণীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩
Chanel24BD: কুমিল্লায় প্রেমিকের খোঁজে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার তরুণী, গ্রেপ্তার ৩
Jugantor: প্রেমিকের সন্ধানে যাওয়া তরুণীকে গণধর্ষণ
Samakal: কুমিল্লায় তরুণীকে দলবদ্ধ ধর্ষণ: গ্রেপ্তার ৩
Protidiner BD: লাকসামে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩
AmaderShomoy: কুমিল্লায় প্রেমিকের খোঁজে বেরিয়ে গণধর্ষণে শিকার তরুণী, গ্রেপ্তার ৩