বিএনপির সঙ্গে যৌথ বিবৃতি নিয়ে ড. ইউনূসের নিরপেক্ষতা প্রশ্নের মুখে: জামায়াত

উপদেষ্টা হিসেবে ‘বিশেষ পক্ষপাত’ প্রকাশ পেয়েছে বলে দাবি দলের
নিউ ঢাকা টাইমস : ডেক্স রিপোর্ট

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে জামায়াতে ইসলামী। দলটির মতে, লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর যৌথ বিবৃতি দিয়ে তিনি রাজনৈতিক ভারসাম্য নষ্ট করেছেন।

শনিবার, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক বৈঠকের পর দলটির প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন্দ স্বাক্ষরিত এক বিবৃতিতে এই মতামত জানানো হয়। বৈঠকে সভাপতিত্ব করেন দলটির আমির ডা. শফিকুর রহমান।

বিবৃতিতে বলা হয়, গত ১৩ জুন লন্ডনে ড. ইউনূস ও তারেক রহমানের মধ্যে অনুষ্ঠিত বৈঠক স্বাভাবিক বলে মনে করলেও, বৈঠক শেষে যৌথ বিবৃতি ও প্রেস ব্রিফিং দেওয়া বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির সঙ্গে সাংঘর্ষিক। এতে প্রধান উপদেষ্টার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে বলে মনে করে দলটি।

ড. ইউনূস গত ৬ জুন জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছিলেন, যা ২০২৬ সালের এপ্রিলের প্রথমার্ধে নির্ধারিত। তবে এরপর লন্ডনে একটি দলের সঙ্গে যৌথ বিবৃতি দেওয়া তার নিরপেক্ষতার পরিপন্থী বলে বিবৃতিতে দাবি করা হয়।

এছাড়া বলা হয়, দেশে ফিরে সকল রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করাই সমীচীন হতো। শুধু একটি দলের সঙ্গে আলাপ করে দেশের রাজনীতির বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ সঠিক নয়।

জামায়াতে ইসলামী জানায়, তাদের আমির ডা. শফিকুর রহমান গত ১৬ এপ্রিল একটি বিদেশি মিশনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের জানিয়েছিলেন, ২০২৬ সালের রোজার আগে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে পারে।

বিবৃতিতে আরও বলা হয়, কোনো একটি দলের সঙ্গে যৌথ প্রেস ব্রিফিং সরকারের প্রধানের জন্য নৈতিকভাবে যথার্থ নয়। এতে নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে জনমনে সন্দেহ তৈরি হচ্ছে।

তারা আশা প্রকাশ করে, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষ থাকবে এবং একটি সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করবে। প্রধান উপদেষ্টার ভূমিকা জাতির সামনে পরিষ্কার করার আহ্বান জানায় জামায়াত।


অন্যান্য পত্রিকার উল্লেখ হেডলাইন এবং তথ্য সুত্র।
– প্রথম আলো: “বিএনপির সঙ্গে ইউনূসের বৈঠক নিয়ে প্রশ্ন জামায়াতের”
– যুগান্তর: “ড. ইউনূস নিরপেক্ষ থাকেননি: জামায়াত”
– বাংলা ট্রিবিউন: “তরেকের সঙ্গে বৈঠকের যৌথ বিবৃতি রাজনৈতিক শিষ্টাচার ভঙ্গ: জামায়াত”
– ডেইলি স্টার: “Jamaat questions Yunus’ neutrality after joint briefing with BNP”
– নয়া দিগন্ত: “সরকার নিরপেক্ষ হবে কি না, তা স্পষ্ট করুন: জামায়াত”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *