
ছাত্রীকে প্রেমের দাবিয়ে ঢাকায় নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ ও পতিতালয়ে বিক্রি, পরবর্তীতে তার পরিবার ও সেচ্ছাসেবী সংস্থার সহযোগিতায় উদ্ধার, বর্তমানে হাসপাতালে ভর্তি।
নিউ ঢাকা টাইমস : ডেক্স রিপোর্ট
নোয়াখালীর সদর উপজেলার এক কিশোরী মাদরাসা ছাত্রীর (১৭) বিরুদ্ধে প্রেমের ফাঁদে ফেলে ঢাকার যাত্রাবাড়ীর পতিতালয়ে বিক্রির অভিযোগ পাওয়া গেছে। নিয়ন্ত্রক সূত্রে জানা যায়, ওই ছাত্রী নোয়ান্নই ইউনিয়নের বাসিন্দা এবং স্থানীয় ফাজিল মাদরাসা থেকে চলতি বছর এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।
রোববার (২২ জুন) সকাল ১০:৩০ টায় সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। জানা যায়, ৭ মে জেলার মাইজদী থেকে ভিকটিমকে বিয়ের প্রলোভন দেখিয়ে কথিত প্রতারক প্রেমিক বাগিয়ে নিয়ে যায়। অভিযুক্ত শুভ জিৎ মন্ডল (১৯), সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার বদরতলা গ্রামের শংকর মন্ডলের ছেলে।
পুলিশ ও ভুক্তভোগীর পরিবারের বরাত প্রকাশ করে জানানো হয়, ভিকটিম মাদ্রাসায় পড়াশোনা ও কাজ করতো। কয়েক মাস আগে মেসেঞ্জারে শুভ জিতের সঙ্গে প্রথম পরিচয় হয়। এরপর সে তার ধর্মীয় পরিচয় লুকিয়ে টেলিগ্রামে যোগাযোগ শুরু করে এবং প্রেম সম্পর্ক গড়ে তোলে। এরপর ৭ মে মাইজদী থেকে ঢাকায় নিয়ে এসে তাকে জোরপূর্বক ধর্ষণ করে।
পরে প্রেমিক তার এক বন্ধুর কাছে ভুক্তভোগীকে হাতবদল করে এবং সেই বন্ধুও তাকে পতিতালয়ে বিক্রি করে। পতিতালয়ের এক মেয়ে তার ফোন নম্বর দেওয়া পর ভিকটিম তার পরিবারকে মেসেজ পাঠায়। পরিবারের সদস্যরা ১৫ জুন বিকেলে একটি স্বেচ্ছাসেবী সংস্থার সহায়তায় জুরাইন এলাকার একটি বাসা থেকে তাকে উদ্ধার করে।
বর্তমানে এ তরুণী নোয়াখালী জেনারেল হাসপাতালের ২৫০ শয্যার গাইনি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। ওসি জানান, মামলা হয়েছে এবং তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
📰 অন্য পত্রিকায় প্রকাশিত হেডলাইন
প্রথম আলো: “ফেসবুকে পরিচয় থেকে প্রেম, এরপর যেভাবে যৌনপল্লিতে কিশোরী”
Mzamin: “নোয়াখালীর মাদ্রাসা ছাত্রীকে পতিতালয়ে বিক্রির অভিযোগ”
Jugantor: “টেলিগ্রামে প্রেম, বিয়ের কথা বলে মাদ্রাসাছাত্রীকে বিক্রি”
Kalbela: “টেলিগ্রামে প্রেম, মাদ্রাসাছাত্রীকে পতিতালয়ে বিক্রি”
Samakal: “আবাসিক হোটেলে আটকে রেখে তরুণীকে ধর্ষণ, পরে যৌনপল্লিতে বিক্রি”
Channel24: “ফেসবুকে প্রেম, বিয়ের কথা বলে ধর্ষণের পর তরুণীকে যৌনপল্লিতে বিক্রি”