
বাংলাদেশে এনসিপি নেত্রী ও অভিনেত্রী নীলা ইস্রাফিল অভিযোগ করছেন, দলীয় হোয়াটসঅ্যাপ গ্রুপে বিচার না করে তাকে লক্ষ্য করে চলছে তীব্র অপপ্রচার ও চরিত্রহননের ‘মব ট্রায়াল’।
নিউ ঢাকা টাইমস : ডেক্স রিপোর্ট
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী ও অভিনয়শিল্পী নীলা ইস্রাফিল ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন, শিরোনাম ‘বিচার নয়, অপমান-এনসিপির হোয়াটসঅ্যাপ গ্রুপে চলছে মব ট্রায়াল!’।
স্ট্যাটাসে তিনি লিখেছেন, “রাজনীতিতে একজন নারী হিসেবে পথ চলাটা সহজ নয়, জানতাম। শিল্পী হিসাবেও বুঝেছি অনেক আগেই। কিন্তু সত্য বলার পর, দলের ভেতরে যে ভয়াবহ মানসিক নিপীড়নের মুখে পড়তে হবে, সেটা কল্পনাও করিনি।”
তিনি আরও জানালেন, “আমি নীলা ইস্রাফিল, নিজে থেকে কিছু চাইনি। শুধু চেয়েছি একটি নিরাপদ, সম্মানজনক জায়গা, যেখানে আমি নীতির পক্ষে কথা বলবো। কিন্তু যখন আমি দলের ভেতরে ঘটে যাওয়া অন্যায় বিরুদ্ধে মুখ খুললাম, তখন কেউ সামনে এসে প্রশ্ন করেনি, কেউ আমার পাশে দাঁড়ায়নি।”
নীলা বলেন, “বরং সামাজিক যোগাযোগ মাধ্যম‑ ফেসবুক, WhatsApp এবং ব্যক্তিগত পর্যায়ে গ্রুপে শুরু হয়ে গেল উশৃঙ্খল জনতার বিশৃঙ্খলা (মব ট্রায়াল), দলবদ্ধভাবে নিন্দা, অপপ্রচার, চরিত্রহননের চেষ্টা।”
তিনি জোর দেন, “এ কোনো আইনি প্রক্রিয়া নয়। এটা এক ধরনের ডিজিটাল লিঞ্চিং। যেখানে কিছু নির্দিষ্ট ব্যক্তি আমার বিরুদ্ধে ‘মত তৈরি’ করছেন, গুজব ছড়াচ্ছেন, এবং আমার সম্মান ও আত্মমর্যাদা ভেঙ্গে দেওয়ার চেষ্টা করছেন।”
তিনি প্রশ্ন করেন, “এটাই কি আপনাদের দলীয় চেতনা ও নৈতিকতা, যার কথা বলে আমরা জনগণের সামনে দাঁড়াই? যখন একজন নারী সদস্য যৌন হয়রানির শিকার হন, তখন দলের কর্মীবৃন্দ চুপ; কিন্তু যখন সেই নারী প্রতিবাদ করে, তখন তাকে ঘিরে চলে আলোচনা, ঠাট্টা, খোঁচা, সন্দেহ, সব কিছুর নাম ‘গণতন্ত্রের চর্চা’। না, এ গণতন্ত্র নয়, এটি ফ্যাসিবাদ।”
“আমি এ চক্রান্তে ভয় পাই না। কারণ আমি কোনো অপরাধ করিনি। আমি কেবল সাহস করেছি, বলেছি, ‘না, আমি তা মেনে নেবো না। মুখ বন্ধ করলে সত্য মরে না।’ আমি চাই স্বচ্ছ তদন্ত, দলের অবস্থান, সম্মানজনক বিচার।”, তিনি বলেন।
নীলা আরও যোগ করেন, “আপনরা ভাবতে পারেন, আমার লেখা এবং তুষারের সাথে রেকর্ডিং ছড়িয়ে মব করতে চেয়েছেন, কিন্তু ভুল করেছেন—আমার লেখা ও তুষারের সাথে রেকর্ডিং তারাই করেছে। এই নিরব রাতগুলোর সাক্ষী আছে; একদিন সব সামনে আসবেই।”
সবশেষে তিনি বলেন, “আমার ফোন যেকোনো মুহূর্তে জব্দ হতে পারে, আমি হঠাৎ ‘নেই’ হতে পারি। তাই বিষয়গুলো সামনে আনতে বাধ্য হয়েছি।”
—
📰 অন্য পত্রিকার হেডলাইন
Bangladesh Times: ‘এনসিপির হোয়াটসঅ্যাপ গ্রুপে চলছে মব ট্রায়াল’ — নীলা ইস্রাফিলের স্ট্যাটাস
24 Ghanta Bangladesh: বিচার নয়, অপমান- এনসিপির হোয়াটসঅ্যাপ গ্রুপে চলছে মব ট্রায়াল: নীলা ইস্রাফিল
Shotto Bani: নীলা ইস্রাফিলের স্ট্যাটাস: বিচার নয়,অপমান-এনসিপির হোয়াটসঅ্যাপ গ্রুপে চলছে মব ট্রায়াল!
Kaler Kantho: বিচার নয়, অপমান-এনসিপির হোয়াটসঅ্যাপ গ্রুপে চলছে মব ট্রায়াল!
Daily Amarkotha: এনসিপির হোয়াটসঅ্যাপ গ্রুপে মব ট্রায়ালের অভিযোগ নীলা ইস্রাফিলের
Manobkantha: এনসিপির হোয়াটসঅ্যাপ গ্রুপে চলছে মব ট্রায়াল: নীলা ইস্রাফিল