
বাংলাদেশের রংপুর শহরে ‘অর্জন’ স্মারক ম্যুরাল থেকে বঙ্গবন্ধুর ছবি কালো রঙ ও স্প্রে দিয়ে মুছে দিয়েছেন জুলাই আন্দোলনে আহত ছাত্ররা। তাঁরা সিটি করপোরেশনের লিফটার ব্যবহার করেন।
নিউ ঢাকা টাইমস : ডেক্স রিপোর্ট
রংপুর নগরের মডার্ন মোড়ে অবস্থিত ‘অর্জন’ নামের স্বাধীনতার স্মারক ম্যুরাল থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি মুছে দিয়েছেন জুলাই গণ-অভ্যুত্থানে আহত কয়েকজন শিক্ষার্থী।
বৃহস্পতিবার (১৭ জুলাই) রাত ১১টার দিকে এই কাজটি করেন তারা। ছবিটি মুছতে তারা ব্যবহার করেন কালো রঙ, স্প্রে ক্যান ও রংপুর সিটি করপোরেশনের বিম লিফটার।
১৯৭১ সালের ২৮ মার্চ, রংপুরের জনগণ যেভাবে বল্লম, লাঠি, কোঁচ ও তির–ধনুক নিয়ে ক্যান্টনমেন্ট ঘেরাও করেন— সেই দৃশ্যই ফুটিয়ে তোলা হয়েছে ৩৫ ফুট উচ্চতার এই ম্যুরালে। এটি ১৯৯৯ সালে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাত সাড়ে ৯টার দিকে শিক্ষার্থীরা বিম লিফটারসহ ঘটনাস্থলে হাজির হন। যন্ত্রটি ছোট হওয়ায় প্রথমে সফল হননি তারা। পরে কাঠের মাথায় কাপড় পেঁচিয়ে কালো রঙ ও স্প্রে মাখিয়ে বঙ্গবন্ধুর ছবি মুছে দেন আহত রাকিবুল ইসলাম ও প্রিন্স আহমেদ (পলাশ)। ম্যুরালে মুক্তিযুদ্ধের অন্যান্য দৃশ্য অপরিবর্তিত রয়েছে।
পরবর্তীতে রাকিবুল ইসলাম বলেন, “বাংলাদেশে শেখ হাসিনার স্বৈরাচার সরকারের প্রতীক যেখানে ছিল, সেসব ইতোমধ্যে ভাঙা হয়েছে। মডার্ন মোড়ের ম্যুরাল থেকে বঙ্গবন্ধুর ছবি মুছতে আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও এনসিপিকে অনুরোধ করেছিলাম। তারা এগিয়ে না আসায় আমরা, আহত জুলাইযোদ্ধারাই কাজটি সম্পন্ন করি।”