সংবিধান পরিবর্তন না হওয়া পর্যন্ত আগের পদ্ধতিতে নির্বাচন–সিইসি

খুলনায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে সিইসি নাসির উদ্দিন বলেন, ‘সংবিধান যেভাবে আছে, সেভাবেই নির্বাচন হবে। আস্থা ফেরানো এবং প্রযুক্তি অপব্যবহার বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।’

নিউ ঢাকা টাইমস : ডেক্স রিপোর্ট

বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, সংবিধানে পরিবর্তন না আসা পর্যন্ত পূর্বের পদ্ধতিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে।

শনিবার সকাল ১০টায় খুলনায় নির্বাচন কমিশন এবং প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। এর আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি নির্বাচন সংক্রান্ত নানা বিষয় তুলে ধরেন।

সিইসি বলেন, ‘‘আগের নিয়মেই নির্বাচন হবে। নির্বাচনের দুই মাস আগে তফসিল ঘোষণা করা হবে। তখন কবে ভোট হবে, মনোনয়নপত্র জমার শেষ দিনসহ বিস্তারিত তথ্য জানানো হবে।’’

তিনি আরও বলেন, ‘‘সুষ্ঠু নির্বাচন আয়োজনের ক্ষেত্রে নানা ধরনের চ্যালেঞ্জ রয়েছে। সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো মানুষের আস্থা ফিরিয়ে আনা। জনগণের আস্থা ফিরে পেতে নির্বাচন কমিশন নিরলসভাবে কাজ করছে।’’

ভোটারদের অংশগ্রহণ নিয়েও উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, ‘‘মানুষ ভোট দিতে না পেরে আগ্রহ হারিয়ে ফেলছে। তাই ভোটারদের কেন্দ্রমুখী করাও এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।’’

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভ্রান্তিকর তথ্য নিয়েও উদ্বেগ প্রকাশ করেন সিইসি। তিনি বলেন, ‘‘সামাজিক মাধ্যমে যাচাই-বাছাই ছাড়াই ভুল তথ্য ছড়ানো হচ্ছে। এর পেছনে রয়েছে প্রযুক্তির অপব্যবহার। নতুন চ্যালেঞ্জ হিসেবে এআই পদ্ধতির ব্যবহার বাড়ছে। এটির মাধ্যমে কারো বক্তব্য হুবহু নকল করা হচ্ছে। দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে এই সমস্যা মোকাবিলায় কাজ চলছে। আধুনিক যুগে এটি একটি ভয়াবহ অস্ত্রস্বরূপ হয়ে দাঁড়িয়েছে।’’

সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘‘আমরা সুষ্ঠু নির্বাচনের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। মিডিয়া যদি সহযোগিতা করে, তাহলে অপপ্রচার রোধ সম্ভব। গ্রহণযোগ্য নির্বাচন না হলে দেশের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। তাই সবাইকে দায়িত্বশীল হতে হবে।’’

উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন খুলনার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফয়সল কাদের, খুলনা জেলা নির্বাচন কর্মকর্তা ফারাজি বেনজির আহম্মেদসহ নির্বাচন কমিশনের অন্যান্য কর্মকর্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *