সাত পরিবারকে সমাজ থেকে বহিষ্কার

বিদ্যুৎ সংযোগকে কেন্দ্র করে দ্বন্দ্ব, মসজিদের মাইক ও ইজিবাইকে মাইকিং করে সমাজচ্যুতির ঘোষণা জামালপুরে

নিউ ঢাকা টাইমস : ডেক্স রিপোর্ট

জামালপুর, বাংলাদেশ — জামালপুর জেলা শহরের দাপুনিয়া এলাকায় সাতটি পরিবারকে গ্রামবাসী সমাজচ্যুত ঘোষণা করেছে। শুক্রবার রাতে মসজিদের মাইক ও ইজিবাইকে করে মাইকিংয়ের মাধ্যমে এ ঘোষণা দেওয়া হয়। স্থানীয়দের দাবি, গ্রাম্য সালিশ অমান্য করায় এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গতকাল শনিবার দুপুরে ইসমাইল মৌলভী নামের এক ভুক্তভোগী এই বিষয়ে জামালপুর সদর থানায় লিখিত অভিযোগ দেন। তিনি জানান, তাদের পরিবারগুলোকে একঘরে করা হয়েছে।

ঘটনার সূত্রপাত গত ১১ জুন সন্ধ্যায়। দাপুনিয়া এলাকায় বিদ্যুৎ সংযোগ নিয়ে মন্টু মিয়া ও মনছুর মিয়ার মধ্যে হাতাহাতি হয়। এরপর ১৩ জুন শুক্রবার জুমার নামাজের সময় মনছুর মিয়ার লোকজন মন্টু মিয়ার ওপর হামলা চালায়। এতে আবারও সংঘর্ষ শুরু হয়।

ঘটনার পর সেদিন রাতেই মনছুর মিয়াসহ তার গোষ্ঠীর সাতটি পরিবারকে সমাজচ্যুত করার ঘোষণা দেওয়া হয়। গ্রামে মাইকিং করে বলা হয়, এই পরিবারগুলোকে কেউ কথা বলবে না, দোকানে পণ্য দেবে না, রাস্তায় চলাচল করতে দেখলে ঘরবাড়িতে আগুন দেওয়া হবে। এমনকি মসজিদেও প্রবেশ করতে দেওয়া হবে না।

এক ভুক্তভোগী জানান, ‘আমরা ঘর থেকে বের হতে পারছি না। বাচ্চাদের জন্য দুধ আনতেও ভয় পাচ্ছি। এমনকি আমাদের পরিবারের একজনের বিয়েও ভেঙে গেছে।’

এ বিষয়ে গ্রামবাসীর পক্ষ থেকে শামীম আহম্মেদ বলেন, ‘তারা কোনো সালিশ মানে না। সমাজচ্যুতি গ্রামবাসীর সম্মিলিত সিদ্ধান্ত।’

জামালপুর সদর থানার ওসি (তদন্ত) মো. সালেহীন আশেকীন বলেন, ‘ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ পাঠানো হয়েছে। রাতের মধ্যে সমাধান না হলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।’


অন্যান্য পত্রিকার উল্লেখ, হেডলাইন এবং তথ্যসূত্র:
– প্রথম আলো: “জামালপুরে মাইকিং করে পরিবার সমাজচ্যুত”
– বাংলা ট্রিবিউন: “মসজিদের মাইক ব্যবহার করে পরিবার একঘরে”
– কালের কণ্ঠ: “বিদ্যুৎ সংযোগ নিয়ে বিরোধ, ৭ পরিবার সমাজচ্যুত”
– জাগো নিউজ: “ঘোষণা দিয়ে সমাজচ্যুত করা হলো সাত পরিবারকে”
– নিউজ২৪: “জামালপুরে ৭ পরিবারকে একঘরে করার অভিযোগ”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *