৫ আগস্ট হতে পারে ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ: উপদেষ্টা আসিফ মাহমুদ

আসন্ন নির্বাচনকে ঘিরে রাজনৈতিক দলগুলোর মতামত নিয়ে প্রস্তুত হচ্ছে জুলাই ঘোষণাপত্র। উপদেষ্টা আসিফ মাহমুদ জানালেন, ৫ আগস্ট পাঠের লক্ষ্যে কাজ করছে বাংলাদেশ সরকার।

নিউ ঢাকা টাইমস : ডেক্স রিপোর্ট

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানিয়েছেন, জুলাই ঘোষণাপত্র প্রণয়নে কাজ চলমান রয়েছে। এ বিষয়ে বিভিন্ন রাজনৈতিক দল থেকে প্রস্তাবনা নেওয়া হয়েছে। তিনি বলেন, “ওনারা ওনাদের মতো করে প্রস্তাবনা জমা দিয়েছেন। সরকারের পক্ষ থেকে চেষ্টা চলছে যেন আগামী ৫ আগস্ট তা পাঠ করা যায়। তবে এজন্য অবশ্যই রাজনৈতিক ঐক্যমতের প্রয়োজন রয়েছে।”

তিনি আরও বলেন, “সবার মতামতের ভিত্তিতে আমরা ঘোষণাপত্র প্রকাশ করতে চাই। আশা করছি, আগামী ৫ আগস্ট আমরা জুলাই ঘোষণাপত্র পাঠ করতে পারবো।”

শুক্রবার (১১ জুলাই) সন্ধ্যা সোয়া ৭টার দিকে কুমিল্লা জেলা আইনজীবী সমিতির নবনির্মিত ভবনের উদ্বোধনী শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

নির্বাচন নিয়ে এক প্রশ্নে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, “নির্বাচন আয়োজনের জন্য যারা গুরুত্বপূর্ণ স্টেকহোল্ডার, যেমন আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাচন কমিশন—তারা প্রস্তুতি নিচ্ছে। যদিও এখনো সরকারের পক্ষ থেকে চূড়ান্ত তারিখ ঘোষণা করা হয়নি, তবে সম্ভাব্য একটি ডেট পাওয়া গেছে। যখন চূড়ান্ত তারিখ পাওয়া যাবে, তখন সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।”

তিনি বলেন, “সরকার সংস্কারের একটি রূপরেখা দিয়েছে। সংস্কার কমিশনগুলো কাজ করছে। সবাই একটি ঐকমত্যে পৌঁছানোর চেষ্টা করছেন। সেই ভিত্তিতে একটি ‘জুলাই চার্টার’ তৈরি হবে। সেখানে যেসব সংস্কার বাস্তবায়নযোগ্য, সেগুলো কার্যকর করা হবে।”

আসিফ মাহমুদ আরও জানান, “স্থানীয় সরকার বিভাগকে যে সংস্কার প্রস্তাব দেওয়া হয়েছে, তা বাস্তবায়নে কাজ শুরু করে দেওয়া হয়েছে। খুব শিগগিরই তার ফলাফল দেখা যাবে।”

তিনি বলেন, “সরকারি আদেশে যেসব সংস্কার বাস্তবায়ন সম্ভব, তা বাস্তবায়িত হচ্ছে। আর সংবিধানসংক্রান্ত বা অপেক্ষাকৃত জটিল বিষয়গুলো নিয়ে একটি চার্টার বা সমঝোতার ভিত্তিতে সিদ্ধান্ত হবে এবং সেগুলোও বাস্তবায়ন করতে হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *