
নিউ ঢাকা টাইমস : ডেক্স রিপোর্ট
মালয়েশিয়া সরকার অবৈধ অভিবাসীদের স্বদেশে ফেরাতে নতুন করে ‘অভিবাসী প্রত্যাবাসন কর্মসূচি ২.০’ চালু করেছে। এই উদ্যোগের আওতায় আগামী ১৯ মে থেকে শুরু হয়ে ২০২৬ সালের ৩০ এপ্রিল পর্যন্ত কার্যক্রম চলবে।
এই কর্মসূচির মাধ্যমে যারা অবৈধভাবে মালয়েশিয়ায় অবস্থান করছেন, তারা স্বেচ্ছায় দেশে ফেরার সুযোগ পাবেন। এতে তাদের বিরুদ্ধে কোনো ধরনের আইনি প্রক্রিয়া গ্রহণ করা হবে না, বরং নির্ধারিত হালকা জরিমানা দিয়ে মালয়েশিয়া ত্যাগ করতে পারবেন।
শুক্রবার (১৬ মে) মালয়েশিয়ার পুত্রজায়া শহরের পুস্পানিতাপুরি দে সেরি এন্ডন হলে ইমিগ্রেশন বিভাগের ২০২৪ সালের শ্রেষ্ঠ পরিষেবা পুরস্কার অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসুসন ইসমাইল এই ঘোষণা দেন।
এসময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অবৈধ অভিবাসীদের দেশে ফেরার এই সুযোগ সম্পর্কে বিদেশি প্রতিনিধিসহ নিয়োগদাতা এবং বিদেশি সম্প্রদায়কে ব্যাপক প্রচারের মাধ্যমে জানাতে হবে। একইসঙ্গে, নির্ধারিত সময়সীমার আগে অভিবাসীদের ফিরে যাওয়ার বিষয়ে উৎসাহিত করতে হবে যেন শেষ সময়ে অতিরিক্ত ভিড় সৃষ্টি না হয়।
এই ঘোষণায় আরও বলা হয়, বৈধ পাস ছাড়া প্রবেশ বা ওয়ার্ক পারমিটের মেয়াদ শেষ হওয়ার পর অতিরিক্ত সময় বসবাস করলে অবৈধ অভিবাসীদের ৫০০ রিঙ্গিত জরিমানা দিতে হবে। তবে, পাসের শর্ত লঙ্ঘন করায় ৩০০ রিঙ্গিত জরিমানা ধার্য করা হবে। পাশাপাশি, প্রতিটি বিষয়ে ২০ রিঙ্গিত করে বিশেষ পাস ফি প্রদান করতে হবে।
এছাড়া ১৮ বছরের নিচে বিদেশি শিশুরা যারা অবৈধভাবে বা বৈধ পাস ছাড়া অবস্থান করছে, তাদের কম্পাউন্ড ফি থেকে ছাড় দেয়া হবে। তবে তাদেরও ২০ রিঙ্গিত করে বিশেষ পাস ফি দিতে হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও স্পষ্ট জানান, দেশের আইন-শৃঙ্খলা এবং নিরাপত্তা রক্ষায় কোনো ছাড় দেয়া হবে না এবং অবৈধ অভিবাসীদের নির্মূল করতে মন্ত্রণালয় দৃঢ় অবস্থানে থাকবে।