অষ্টম শ্রেণির হিন্দু ছাত্রীকে নিয়ে উধাও ছাত্রদল নেতা, আতঙ্কে পরিবার

সাতক্ষীরার শ্যামনগরে অষ্টম শ্রেণির এক হিন্দু ধর্মাবলম্বী ছাত্রীকে নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে ছাত্রদল নেতা তাইজুল ইসলাম মোড়লের বিরুদ্ধে। এ ঘটনায় মেয়ের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তার বাবা।

নিউ ঢাকা টাইমস : ডেক্স রিপোর্ট

সোমবার (২৩ জুন) সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের মীরগাং গ্রামে এই ঘটনা ঘটে। নিখোঁজ কিশোরী স্থানীয় বনশ্রী শিক্ষা নিকেতনের অষ্টম শ্রেণির ছাত্রী এবং সনাতন ধর্মাবলম্বী। অভিযুক্ত তাইজুল ইসলাম মোড়ল একই গ্রামের বাসিন্দা ও ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক।

পরিবারের সদস্যরা জানান, মেয়েটি স্কুলে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়, কিন্তু দুই দিন পরেও ফিরে আসেনি। মঙ্গলবার (২৪ জুন) রাতে কিশোরীর দাদা শ্যামনগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। বুধবার (২৫ জুন) রাতে স্থানীয় এক বাজারে তাইজুলের সঙ্গে মেয়েটিকে ঘুরতে দেখা যায়। এই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে পরিবার নিশ্চিত হয় মেয়েটি অপহৃত নয়, বরং ফুসলিয়ে নিয়ে যাওয়া হয়েছে।

কিশোরীর বাবা, পেশায় দোকানের কর্মচারী, বলেন, ‘আমার স্ত্রী নেই। গরিব মানুষ। মেয়েকে কৌশলে নিয়ে গেছে। আবার সে ছাত্রদলের নেতা, তাই কেউ মুখ খুলছে না। আমার মেয়েকে ধর্মান্তরিত করার অপচেষ্টা চালানো হচ্ছে।’

কিশোরীর দাদা অভিযোগ করেন, ইউনিয়ন ছাত্রদল সভাপতি শরিফুল ইসলাম সাগরও এই ঘটনায় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত। তবে শরিফুল ইসলাম সাগর তার সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করে বলেন, তাইজুলের সঙ্গে যোগাযোগ নেই। মেয়েটিকে ফিরিয়ে আনার চেষ্টা চলছে।

উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন বলেন, সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্নকারী কোনো কর্মকাণ্ড বরদাস্ত করা হবে না। এই ঘটনায় অভিযোগের ভিত্তিতে সাংগঠনিক পদক্ষেপ নেওয়া হবে।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির মোল্যা বলেন, মেয়েটির ব্যবহৃত মোবাইল বন্ধ থাকায় আমরা ভিন্ন কৌশলে লোকেশন নিশ্চিত করার চেষ্টা করছি। খুব শিগগির তাকে উদ্ধার করা সম্ভব হবে বলে আশা করছি।

অন্যান্য পত্রিকার হেডলাইন:

“অষ্টম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও ছাত্রদল নেতা, আতঙ্কে পরিবার” – জাগো নিউজ ২৪

“শ্যামনগরে অষ্টম শ্রেণীর ছাত্রী নিয়ে অজানার উদ্দেশ্যে ছাত্রদল নেতা” – দৈনিক পত্রদূত

বার্তা বাজার: অষ্টম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও ছাত্রদল নেতা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *