আইনের বদলে চড়-থাপ্পড়! পাঁচ বছরের শিশুকে ধর্ষণ সালিশ প্রধানের সাহসী(!) মীমাংসা

কুষ্টিয়ায় পাঁচ বছর বয়সী শিশুকে ধর্ষণের -বিরুদ্ধে সালিশে প্রধানরা চড়-থাপ্পড় দিয়ে বিচার শেষ করে দিলো—আইনের অধিকার উপেক্ষা করে সাহসী মীমাংসা।

‎নিউ ঢাকা টাইমস : ডেক্স রিপোর্ট

‎কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়িতে বিশা মন্ডল (৬০) নামের এক বৃদ্ধের বিরুদ্ধে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ ওঠে। ঘটনার পর স্থানীয় সালিশ প্রধান সহ গ্রামের জনতা তার বিরুদ্ধে চড়‑থাপ্পড় দিয়ে সাহসী(!) বিচার সম্পন্ন করে।

‎সালিশদারদের দাবি, তারা ভুক্তভোগী পরিবারকে প্রথমে আইনের আশ্রয় নিতে বলেছিলেন। কিন্তু পরিবারের পক্ষ থেকে থানায় যাওয়ার কোনো পদক্ষেপ ছিল না। তাই “আইনের বদলে” তাদের বিচার প্রক্রিয়া শুরু হয়।

‎স্থানীয়রা জানান, শিশুটি বর্তমানে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি। শিশুর মা বলেন, ১১ জুন সকালে তাকে খোঁড়াতে আসতে দেখে বুঝতে পারেন ‘খারাপ কাজ’ হয়েছে। পরের রাতে গ্রাম্য মাতব্বরদের ডেকে বৈঠক বসানো হয়। সেখানে অভিযুক্তকে চড়‑থাপ্পড় দিয়ে “সালিশ শেষ” ঘোষণা করা হয়। পরদিন শিশুটি পেটে ব্যথা অনুভব করে নিয়মিত চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হয়।

‎শিশুর মা আরও জানান, “মেয়ের ভবিষ্যতের কথা ভেবে আপাতত থানায় যাই না। মেম্বার ও সালিশদাররা বলেছেন, আগে চিকিৎসা করিয়ে আনো, তারপর মামলা করতে পারবে। এখন থানায় মামলা করব।”

‎জানা গেছে, সালিশ বৈঠকে সমাজপ্রধান রহিম মন্ডল ও ইউপি সদস্য মতিউর রহমান লিটন উপস্থিত ছিলেন। যদিও তারা পরিবারকে মামলা করতে বোঝানোর চেষ্টা করেন, এরপরও ‘চড়‑থাপ্পড়’ চালিয়ে মীমাংসা দেন অভিযুক্ত বৃদ্ধের ভাই‑ভাতিজারা।

‎মতিউর রহমান বলেছেন, “আমি শুধু উপস্থিত ছিলাম। পরিবারের নেতৃত্বে তারা মামলা না করে চড়‑থাপ্পড় দিয়েই মীমাংসা করেছে। আইন অনুযায়ী হওয়া উচিত ছিল, কিন্তু হয়নি।”

‎সমাজিকভাবে বৈঠক আয়োজনে বিপর্যয়ের কারণ সন্দেহে রহিম মন্ডল বললেন, “আমি বারবার বলেছিলাম মামলা করতে, কিন্তু তারা শুনেনি। তারপরকি করতে পারি?”

‎কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. হোসেন ইমাম জানালেন, “শিশুটির ধর্ষণের আলামত পাওয়া গেছে। বর্তমানে সে শারীরিকভাবে কিছুটা উন্নত, তবে মানসিকভাবে দুর্বল। চিকিৎসা চলছে।”

‎ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান বলেন, “পরিবারকে মামলা করার পরামর্শ দেওয়া হয়েছে। অভিযুক্ত বৃদ্ধকে পুলিশ আটক করেছে। ঘটনার তদন্ত চলছে।”


‎—

‎📰 অন্য পত্রিকার হেডলাইন

‎✅ দৈনিক ইনকিলাব: **“কুষ্টিয়ায় শিশু ধর্ষণের বিচারে সালিস বৈঠক, ‘চড়-থাপ্পড়ে’ মীমাংসা”** 
‎✅ সারাবাংলা: **“কুষ্টিয়ায় শিশু ধর্ষণ, বৃদ্ধকে চড়-থাপ্প‌ড় দিয়ে ‘সমঝোতা’”** 
‎✅ যুগান্তর: **“শিশু ধর্ষণের বিচার চর-থাপ্পড়!”** 
‎✅ রাইজিংবিডি: **“শিশু ধর্ষণের অভিযোগ মীমাংসা চড়-থাপ্পড়ে!”** 
‎✅ জাগো নিউজ ২৪: **“চড়-থাপ্পড়ে মীমাংসা শিশু ধর্ষণের ঘটনা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *