আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে ছবি থাকলে পদ বাদ, প্রমাণ থাকলে কেন্দ্রীয় বা স্থানীয় দপ্তরে জমা দিন

৫ অগাস্টের পর বিএনপিতে সক্রিয় হওয়া নেতাদের মুখ্য পদে না রাখার নির্দেশনা দিলেন শাহাদাত হোসেন

নিউ ঢাকা টাইমস : ডেক্স রিপোর্ট

বাংলাদেশে বিএনপির রাজনীতিতে হঠাৎ করে সক্রিয় হয়ে ওঠা নতুন মুখদের দলের গুরুত্বপূর্ণ পদে না রাখার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র এবং বিএনপি নেতা শাহাদাত হোসেন। তিনি স্পষ্টভাবে বলেছেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে কারো ছবি থাকলে তাদের পদ বাতিল করা হবে।

শনিবার চট্টগ্রামের লাভ লেইনে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে তিনি বলেন, “আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যেটা বলেছেন, ৫ অগাস্টের পরে যারা বিএনপিতে সক্রিয় হয়েছেন, তারা যেন মেম্বার হতে পারেন, কিন্তু মূল পদে না আসেন। গুরুত্বপূর্ণ পদগুলো যেন তারা না পান।”

তারেক রহমানের একটি বার্তা তুলে ধরে শাহাদাত বলেন, “যারা ইতোমধ্যে বিভিন্ন পদে রয়েছেন, যদি তাদের আওয়ামী লীগের কোনো নেতাকর্মীর সঙ্গে ছবি থাকে, তাহলে তাদের পদ বাদ দিতে হবে। প্রমাণ থাকলে সেটা স্থানীয় অথবা কেন্দ্রীয় দপ্তরে জমা দিতে হবে।”

তিনি আরও বলেন, গত ১৬ বছরে যারা রাজপথে আন্দোলন করেছেন, তাদেরকেই বিএনপির মুখ্য পদগুলোতে আসতে হবে। যারা ৫ অগাস্টের পর থেকে দল বিভক্ত করার চেষ্টা করছেন, তাদের ব্যাপারে কড়া অবস্থানে থাকতে হবে।

তিনি বলেন, গত ১৭ বছর বিএনপির অসংখ্য নেতাকর্মী গুম হয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, বিচারবহির্ভূত হত্যার শিকার হয়েছেন এবং বহু মামলা মোকাবেলা করেছেন। অনেকেই পরিবারের মুখে খাবার তুলে দিতে পারেননি, বাড়িতে থাকতে পারেননি, অথচ রাজপথে লড়াই করেছেন। সেই কর্মীরাই সাচ্চা, নৈতিকতায় বিশ্বাসী বিএনপি কর্মী।

বিএনপি নেতা বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, নেত্রী খালেদা জিয়া এবং তারেক রহমানের প্রতি তাদের অগাধ আস্থা রয়েছে। তারা এখনো গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার স্বপ্নে অপেক্ষমাণ।”

শাহাদাত হোসেন আরও জানান, লন্ডনে তারেক রহমান ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের বৈঠকে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে নির্বাচনের পরিকল্পনা একটি “সুখবর” হিসেবে এসেছে।

তিনি বলেন, “আমরা বিভেদ নয়, বরং জাতীয় ঐক্যের ভিত্তিতে একটি জাতীয় সরকার গঠন করতে চাই। তারেক রহমান স্পষ্ট করে বলেছেন, মানবাধিকার, ভোটাধিকার ও আইনের শাসন ফিরিয়ে এনে নতুন বাংলাদেশ গঠন করতে হবে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক সুকোমল বড়ুয়া, চট্টগ্রাম বিএনপির নেতা আবু সুফিয়ান, এনামুল হক এনাম, আবুল হাশেম বক্কর ও এরশাদ উল্লাহ।


অন্যান্য পত্রিকার উল্লেখ হেডলাইন এবং তথ্যসূত্র
– যুগান্তর: “আওয়ামী লীগের সঙ্গে ছবি থাকলে বিএনপির পদ বাদ দিতে হবে: শাহাদাত”
– বাংলানিউজ২৪: “৫ অগাস্টের পর যারা এসেছে তারা গুরুত্বপূর্ণ পদ পাবে না: মেয়র শাহাদাত”
– বাংলাদেশ প্রতিদিন: “তারেক রহমানের বার্তা পৌঁছে দিতে চান শাহাদাত”
– চ্যানেল আই: “বিএনপিতে ঢুকে বিভেদ সৃষ্টি করতে দেওয়া হবে না: চট্টগ্রামের মেয়র”
– প্রথম আলো: “আওয়ামী লীগ নেতার সঙ্গে ছবি থাকলে বিএনপির পদ বাদ দিতে হবে: মেয়র”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *