
দাউদকান্দির মালীগাঁও ইউনিয়নে বিএনপির নতুন কমিটিতে শাজাহান আখন্দের অন্তর্ভুক্তি নিয়ে নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ ও বিতর্কের সৃষ্টি হয়েছে।
কুমিল্লা উত্তর প্রতিনিধি, মাসুম বিন ইদ্রিস:
দাউদকান্দি উপজেলার মালীগাঁও ইউনিয়নসহ নয়টি ইউনিয়নের বিএনপির আংশিক কমিটির অনুমোদন দিয়েছে উপজেলা বিএনপি। ৩ জুন ঘোষিত এই কমিটিতে মালীগাঁও ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি হিসেবে এ কে এম শাজাহান আখন্দের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।
তবে শাজাহান আখন্দের এই পদপ্রাপ্তি নিয়ে ইউনিয়নের বিএনপি সমর্থিত নেতাকর্মীদের মধ্যে ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে। তাদের অভিযোগ, শাজাহান আখন্দ অতীতে আওয়ামী লীগ সরকারের বিভিন্ন কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নিয়েছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে তার আওয়ামী লীগের ব্যানারে বিভিন্ন সভা-সমাবেশ ও অনুষ্ঠানে উপস্থিত থাকার ছবি ভাইরাল হয়েছে, যা নেতাকর্মীদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে।
স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মতে, একজন বিতর্কিত ও আদর্শহীন ব্যক্তিকে দলের নেতৃত্বে আনা হলে মাঠপর্যায়ের কর্মীদের মধ্যে বিভ্রান্তি তৈরি হবে। এতে দলীয় ঐক্য ও কর্মকাণ্ড ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। তারা শাজাহান আখন্দকে অবিলম্বে কমিটি থেকে অব্যাহতি দেওয়ার দাবি জানিয়েছেন।
এদিকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই শাজাহান আখন্দকে ‘স্বৈরাচার ও সুবিধাবাদী রাজনীতির প্রতিচ্ছবি’ বলে মন্তব্য করেছেন। তার বিরুদ্ধে অতীতে রাজনৈতিক মতাদর্শ বদল করে সুবিধা নেওয়ার অভিযোগও তুলেছেন অনেকে। বিএনপির একাংশ মনে করছে, এমন সিদ্ধান্ত দলের ভাবমূর্তিকে প্রশ্নবিদ্ধ করতে পারে।
এই বিষয়ে মালীগাঁও ইউনিয়ন বিএনপির অনেক জ্যেষ্ঠ নেতাই এখনও মুখ খুলেননি। তবে দ্রুত এই বিষয়ে স্পষ্ট অবস্থান না নিলে দলীয় অভ্যন্তরে ক্ষোভ আরও তীব্র হতে পারে বলে মন্তব্য করছেন সংশ্লিষ্টরা।
অন্য পত্রিকার হেডলাইন:
দাউদকান্দিতে বিএনপির নতুন কমিটি নিয়ে বিতর্ক — প্রথম আলো
মালীগাঁও বিএনপির কমিটিতে শাজাহান আখন্দের অন্তর্ভুক্তি নিয়ে বিতর্ক” – কুমিল্লা নিউজ
“বিএনপির কমিটিতে আওয়ামী লীগপন্থী নেতার নাম, বিতর্কে মালীগাঁও” — দেশ রূপান্তর
বিএনপি কমিটিতে আওয়ামী লীগপন্থীর নাম, নেতাকর্মীদের ক্ষোভ — যুগান্তর
দাউদকান্দিতে বিএনপির কমিটি নিয়ে সামাজিক মাধ্যমে বিতর্ক — কালের কণ্ঠ