আওয়ামী লীগ যেন আর কখনো রাজনীতির ময়দানে ফিরে না আসে: আন্দালিব পার্থ

আওয়ামী লীগের প্রতিশোধমূলক রাজনীতির বিরুদ্ধে জাতিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ।

নিউ ঢাকা টাইমস : ডেক্স রিপোর্ট

বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ বলেছেন, আওয়ামী লীগ যেন আর কখনো রাজনীতির ময়দানে ফিরে না আসে, সে লক্ষ্যে জাতিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। মঙ্গলবার (১ জুলাই) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিএনপি আয়োজিত ‘গণঅভ্যুত্থান ২০২৪: জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

আন্দালিব পার্থ বলেন, “আওয়ামী লীগ প্রতিশোধের রাজনীতি করে। তারা ক্ষমতায় গেলে যারা ফেসবুকে ‘লাল’ দেখিয়েছে, তাদের জীবনই লাল করে দেবে। যারা মিছিলে নেমেছে, তাদের ভিডিও দেখে ধরে ধরে জীবন ধ্বংস করবে। এই ভয় আর আতঙ্ক এখন দেশের ঘরে ঘরে। ৪-৫ কোটি মা মনে করেন, আওয়ামী লীগ ফিরে এলে তাদের সন্তানরা নিরাপদ থাকবে না।”

তিনি অভিযোগ করে বলেন, “আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, তারা প্রতিহিংসার মাধ্যমে ক্ষমতা ধরে রাখতে চায়। তারা কখনো মেধার রাজনীতি করেনি, সবসময় প্রতিশোধের রাজনীতি করেছে। আর তাই তারা যখন বলবে—চলুন একসাথে কাজ করি—এই ফাঁদে পা দেবেন না। তাদের মুখোশ এখন অনেকটাই উন্মোচিত।”

আলোচনার একপর্যায়ে পার্থ বলেন, গত ৯ মাসে তিনি বিএনপির নেতৃত্বে জাতীয় ঐক্যের একটি বাস্তব প্রয়াস দেখেছেন। সব দলকে নিয়ে কাজ করার মানসিকতা বিএনপি দেখাতে পেরেছে বলেও মন্তব্য করেন তিনি। এ জন্য বিএনপিকে ধন্যবাদ জানান পার্থ।

তিনি আরও বলেন, “আওয়ামী লীগের হিংস্র চরিত্র সম্পর্কে জাতির মধ্যে এখন স্পষ্ট উপলব্ধি তৈরি হয়েছে। এই একটা জায়গায় পুরো জাতিকে ঐক্যবদ্ধ থাকতে হবে—যাতে তারা আর কোনো দিন ক্ষমতায় ফিরে এসে দেশের মানুষের জীবনে ভয় ফিরিয়ে আনতে না পারে।”

এই বক্তব্যের মাধ্যমে আন্দালিব পার্থ মূলত আওয়ামী লীগকে প্রতিহিংসার রাজনীতির প্রতীক হিসেবে তুলে ধরে জাতীয় ঐক্যের ওপর গুরুত্বারোপ করেন।

অন্য পত্রিকার হেডলাইন:

যারা ফেসবুক লাল করেছিল তাদের জীবন লাল করে ফেলবে আ.লীগ: পার্থ
ঢাকাটাইমস, ১ জুলাই ২০২৫

যারা প্রোফাইল লাল করেছিল তাদের জীবন লাল করে দেবে আ. লীগ, সতর্ক করলেন পার্থ
দৈনিক জনকণ্ঠ, ১ জুলাই ২০২৫

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *