
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ছেলের কাপড় ইস্ত্রি করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিল্পী বেগম নামে এক নারীর মৃত্যু হয়েছে। পরিবারের সদস্যরা হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিউ ঢাকা টাইমস : ডেক্স রিপোর্ট
ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলায় একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। বাংলাদেশে রোববার (১৬ জুন) সন্ধ্যায় উপজেলার মনিয়ন্ধ ইউনিয়নের উত্তর পাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিল্পী বেগম (৪০) নামে এক নারীর মৃত্যু হয়।
নিহত শিল্পী বেগম ইরাক প্রবাসী জলফু মিয়ার স্ত্রী এবং উত্তর পাড়ার বাসিন্দা। পারিবারিক সূত্রে জানা গেছে, তার ছেলে ওয়াসিম প্রবাসে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। সেই উপলক্ষে শিল্পী বেগম ছেলের কাপড় ইস্ত্রি করছিলেন। এ সময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি গুরুতরভাবে আহত হন।
পরিবারের সদস্যরা সঙ্গে সঙ্গে তাকে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছমিউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
অন্যান্য পত্রিকার উল্লেখ হেডলাইন:
– বাংলা ট্রিবিউন: “আখাউড়ায় ইস্ত্রি করতে গিয়ে নারীর মৃত্যু”