আন্তর্জাতিক শ্রমিক দিবসে নয়াপল্টনে বিএনপির সমাবেশ জনসমুদ্র

নিউ৷ ঢাকা টাইমস | ডেক্স রিপোর্ট

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হচ্ছে এক বিশাল শ্রমিক সমাবেশ। বৃহস্পতিবার (১ মে) দুপুর ২টায় কুরআন তেলাওয়াতের মাধ্যমে সমাবেশের সূচনা হয়, যা দ্রুতই জনসমুদ্রে রূপ নেয়।

ঢাকা মহানগরীসহ আশপাশের জেলা থেকে হাজার হাজার নেতাকর্মী ছোট ছোট মিছিল নিয়ে সমবেত হন সমাবেশস্থলে। জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত এই কর্মসূচিতে বিএনপি ও অঙ্গসংগঠনের প্রায় লক্ষাধিক নেতাকর্মী অংশ নিয়েছেন।

উৎসবমুখর পরিবেশে অনেকেই রঙিন ক্যাপ, ব্যানার, টি-শার্ট ও ঢোল নিয়ে অংশগ্রহণ করেন। সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেয় জাসাসের শিল্পীরা। গানে মাতিয়ে তোলেন জনপ্রিয় শিল্পী কনকচাঁপা ও মৌসুমীসহ আরও অনেকে।

সমাবেশে উপস্থিত আছেন দলের শীর্ষস্থানীয় নেতারা, যেমন—বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান, আব্দুস সালাম পিন্টু, চেয়ারপারসনের উপদেষ্টা মজিবুর রহমান সারোয়ার ও আব্দুস সালাম, সাবেক প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, যুগ্ম মহাসচিব শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন, জাসাসের আহ্বায়ক হেলাল খান, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু ও শিমুল বিশ্বাস।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়, সমাবেশে প্রধান অতিথি হিসেবে যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালি বক্তব্য রাখবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়াও বক্তব্য দেবেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও নজরুল ইসলাম খানসহ অন্যান্য সিনিয়র নেতারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *