
রাজধানীর উত্তরা সেক্টর ৬-এ অবস্থিত হোটেল মিলিনা দখলের চেষ্টায় সংঘবদ্ধভাবে ‘মব’ সৃষ্টি করে হামলার চেষ্টা করে একটি দল। র্যাব-১ ও উত্তরা পূর্ব থানা পুলিশের যৌথ অভিযানে ৯ জনকে আটক করা হয়।
নিউ ঢাকা টাইমস : ডেক্স রিপোর্ট
শনিবার (২৮ জুন) দুপুর দেড়টার দিকে রাজধানীর উত্তরা সেক্টর ৬-এর হোটেল মিলিনায় ‘মব’ সৃষ্টি করে দখলের চেষ্টা চালায় একটি সংঘবদ্ধ দল। র্যাব-১ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (অপস অ্যান্ড মিডিয়া) সালমান নূর আলম জানান, হোটেলটির মালিক আনোয়ার হোসেনের সঙ্গে পূর্বের ব্যবসায়িক বিরোধের জেরে শফিক মোল্লা নামের একজনের নেতৃত্বে ১০টি মোটরসাইকেলে করে প্রায় ২৪ জন হোটেলটি দখলের উদ্দেশ্যে আসে।
ঘটনার সময় র্যাব-১ এর একজন গোয়েন্দা সদস্য দূর থেকে ছবি ধারণ করছিলেন। এ সময় ‘মব’ সৃষ্টিকারীরা তাকে ঘেরাও করে ছবি তুলতে বাধা দেয়। পরে র্যাব-১ এর টহল দল এবং উত্তরা পূর্ব থানা পুলিশের একটি টহল দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আইনশৃঙ্খলা বাহিনীর কাজে বাধা দেওয়া এবং ‘মব’ সৃষ্টির অভিযোগে ঘটনাস্থল থেকে ৯ জনকে আটক করা হয়। আটককৃতরা হলেন: মো. সাজ্জাদ হোসেন (২৮), মো. শফিক মোল্লা (৩০), মো. আরিফুল ইসলাম (৩০), মো. তন্ময় হোসেন শাওন (২৭), মো. রবিউল ইসলাম (২৫), মো. আনোয়ার হোসেন আশিক (২৭), মো. সাইফুল ইসলাম সাগর (২৭), মো. জালাল খান (৩০) ও মো. আমির (২১)।
আটকদের বিরুদ্ধে মামলা দায়েরের পর সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
অন্য পত্রিকার হেডলাইন:
উত্তরায় হোটেল মিলিনা দখলের চেষ্টা, আটক ৯ – বাসস
উত্তরায় ‘মব’ সৃষ্টি করে ‘হোটেল মিলিনা’ দখলের চেষ্টা, আটক ৯ – জাগোনিউজ২৪
উত্তরায় ‘মব’ সৃষ্টি করে হোটেল দখলের চেষ্টা, গ্রেপ্তার ৯ – আজকের পত্রিকা
উত্তরায় হোটেল দখল করতে গিয়ে গ্রেপ্তার ৯ – খবরের কাগজ
উত্তরায় হোটেল দখলচেষ্টা, র্যাব-পুলিশের যৌথ অভিযানে ভেস্তে গেল – দৈনিক জনকণ্ঠ