আমি মনে করি নির্বাচন অক্টোবর-নভেম্বরে হওয়া দরকার: সাংবাদিক ইলিয়াস

নিউ ঢাকা টাইমস : ডেক্স রিপোর্ট

প্রবাসে অবস্থানরত বাংলাদেশি সাংবাদিক ইলিয়াস হোসেন মন্তব্য করেছেন, রাজনৈতিক সমঝোতা না হলে জুলাইয়ের মাঝামাঝি সময়ে পরিস্থিতি অস্থির হয়ে উঠতে পারে। সোমবার, ৯ জুন, নিজের ব্যক্তিগত ভেরিফায়েড ফেসবুক পেইজে প্রকাশিত এক ভিডিওবার্তায় তিনি এ মন্তব্য করেন।

ভিডিওবার্তায় ইলিয়াস হোসেন বলেন, বাংলাদেশ এখন দুইটি স্পষ্ট ভাগে বিভক্ত—বিএনপি এবং সরকার। তিনি জানান, ব্যক্তিগতভাবে কোনো পক্ষকেই পুরোপুরি সমর্থন করতে পারছেন না। তবে তার ব্যক্তিগত মতামত জানতে চাইলে তিনি চান যে, আগামী নির্বাচনে বিএনপি তথা তারেক রহমানের নেতৃত্বাধীন দলটি ক্ষমতায় আসুক।

তিনি বলেন, “৫ জুনের পর আমি বহুবার বলেছি—এই সরকার চাইলে ৫ বছর, ২০ বছর, যতদিন ইচ্ছা থাকতে পারে। তাদের হাতে সংস্কারের সুযোগ ছিল। এখনো অনেক মানুষ বিভিন্ন জায়গায় তাদের সমর্থন করে। কিন্তু যারা এতদিন তাদের সুযোগ দিয়েছে, তারা সেটা কতটুকু কাজে লাগিয়েছে?”

শেখ হাসিনার সরকারের ১৫ বছরের শাসনকাল প্রসঙ্গে তিনি বলেন, “এই সরকারের পেছনে ভারতের ভূমিকা ছিল। তারা আমাদের ট্রান্সশিপমেন্ট বাতিল করেছে, অথচ আমরা কি একই জবাব দিয়েছি? তারা আমার ইউটিউব চ্যানেলসহ জাতীয় পর্যায়ের বেশ কিছু গণমাধ্যমের চ্যানেল বাতিল করেছে। আমরা এখন পর্যন্ত তাদের কোনো চ্যানেল বন্ধ করতে পারিনি।”

তিনি অভিযোগ করেন, ভারতের পক্ষ থেকে সীমান্ত এলাকায় উসকানিমূলক কর্মকাণ্ড হচ্ছে এবং সেনা, বিমান এবং রাফায়েল যুদ্ধবিমান মোতায়েন করা হচ্ছে।

গত ১০ মাসে ঘুষ, দুর্নীতি ও চাঁদাবাজির কোনো হ্রাস পরিলক্ষিত হয়নি উল্লেখ করে তিনি বলেন, “বাংলাদেশের ইতিহাসে এত শক্তিশালী সরকার আর আসেনি।”

নারায়ণগঞ্জের রাজনৈতিক নেতা জাকির খান প্রসঙ্গে ইলিয়াস বলেন, “তাকে দেখলে মনে হয় অন্যরকম। কিন্তু তিনি জেলখানায় প্রচণ্ড কষ্টের জীবন পার করেছেন। অনেকেই জেলে থেকে মানসিক সমস্যায় পড়েছেন।”

তিনি বলেন, “দেশে এখন এমন একটি সরকার দরকার যারা দায়িত্ব নিতে প্রস্তুত। আমার মতে, নির্বাচন এপ্রিলের বদলে অক্টোবর বা নভেম্বর মাসে হওয়া উচিত।”

শেষদিকে তিনি জাতীয় সংগীত ও নিজের বিরুদ্ধে দায়েরকৃত মামলাসংক্রান্ত বিষয়েও মন্তব্য করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *