
বাণিজ্য সচিব মাহবুবুর রহমান জানান, যুক্তরাষ্ট্রের বোয়িং কোম্পানি থেকে ২৫টি উড়োজাহাজ কেনার অর্ডার দেওয়া হয়েছে, সরবরাহে সময় লাগবে বলে জানান তিনি।
নিউ ঢাকা টাইমস : ডেক্স রিপোর্ট
বাণিজ্য সচিব মাহবুবুর রহমান বলেছেন, যুক্তরাষ্ট্রভিত্তিক কোম্পানি বোয়িং থেকে ২৫টি উড়োজাহাজ কেনার জন্য বাংলাদেশ সরকার অর্ডার দিয়েছে।
রোববার (২৭ জুলাই) সচিবালয়ের বাণিজ্য মন্ত্রণালয়ে নিজের অফিস কক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই তথ্য জানান।
সচিব বলেন, “বোয়িংয়ের ব্যবসা যুক্তরাষ্ট্র সরকার নয়, বরং বোয়িং কোম্পানি নিজেই করে থাকে। আমরা ২৫টি উড়োজাহাজের অর্ডার দিয়েছি। অন্যদিকে ভারত, ভিয়েতনাম ও ইন্দোনেশিয়া প্রত্যেকে ১০০টি করে উড়োজাহাজ অর্ডার দিয়েছে।”
তিনি বলেন, বোয়িং কোম্পানি তাদের উৎপাদন সক্ষমতার ওপর ভিত্তি করে উড়োজাহাজ সরবরাহ করবে। তাই সরবরাহে কিছুটা সময় লাগবে।
এই আমদানি উদ্যোগ নেওয়া হয়েছে এমন সময়, যখন বাংলাদেশ শুল্ক কমানোর জন্য যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধিদের সঙ্গে আলোচনা চালাচ্ছে।
বাণিজ্য সচিব বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতোমধ্যে বাংলাদেশি পণ্যের ওপর ৩৫ শতাংশ শুল্ক আরোপ করেছেন, যা ভিয়েতনাম (২০ শতাংশ) ও ইন্দোনেশিয়ার (১৯ শতাংশ) তুলনায় অনেক বেশি।
এ পর্যন্ত এসব উড়োজাহাজ আমদানির মোট মূল্যের তথ্য প্রকাশ পায়নি।