আ.লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত নেবে জনগণ: ড. মঈন খান

নিউ ঢাকা টাইমস : ডেক্স রিপোর্ট

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান জানিয়েছেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়টি জনগণের সিদ্ধান্তে নির্ভর করবে। তবে সরকার বা নির্বাচন কমিশন চাইলে এই সিদ্ধান্ত বাস্তবায়ন করতে পারে।

শুক্রবার (৯ মে) রাজধানীর গুলশানে যুক্তরাষ্ট্রভিত্তিক দ্য কার্টার সেন্টারের একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে এ মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা, তা নির্ধারণ করার এখতিয়ার বিএনপির নয়। এটি নির্ভর করছে দেশের জনগণ এবং নির্বাচন কমিশনের ওপর। সরকার এবং কমিশন চাইলে এমন সিদ্ধান্ত নিতে পারে বলেও জানান তিনি।

ড. মঈন খান আরও বলেন, বৈঠকে প্রতিনিধিদলের সঙ্গে দেশের বর্তমান রাজনৈতিক, সামাজিক এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। আগামী জাতীয় নির্বাচনে কারা অংশ নেবে এবং কীভাবে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে, সে বিষয়েও আলোচনা হয়েছে। তিনি মনে করেন, দেশের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক করতে হলে যত দ্রুত নির্বাচন হবে ততই ভালো।

বৈঠকে বিএনপির পক্ষ থেকে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি দল অংশ নেয়। সদস্যদের মধ্যে ছিলেন স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, চেয়ারপারসনের উপদেষ্টা মোহাম্মদ ইসমাইল জবিউল্লাহ, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ এবং চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার।

কার্টার সেন্টারের ছয় সদস্যবিশিষ্ট প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন ডেমোক্রেসি প্রোগ্রামের সিনিয়র অ্যাসোসিয়েট ডিরেক্টর জোনাথন স্টোনস্ট্রিট। অন্যান্য সদস্যরা হলেন— সিনিয়র অ্যাসোসিয়েট ডিরেক্টর তারা শরিফ, ডেটা সায়েন্টিস্ট মাইকেল বালদাসারো, অ্যাসোসিয়েট ডিরেক্টর সাইরাহ জাইদি, প্রোগ্রাম অ্যাসোসিয়েট ড্যানিয়েল রিচার্ডসন এবং স্থানীয় মূল্যায়ন বিশেষজ্ঞ কাজী শহীদুল ইসলাম।

বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন উপলক্ষে সার্বিক রাজনৈতিক অবস্থা পর্যবেক্ষণের অংশ হিসেবে বিএনপির সঙ্গে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *