
নিউ ঢাকা টাইমস : ডেক্স রিপোর্ট
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান দাবি করেছেন, নোবেলজয়ী ড. ইউনূস যখন বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে দিক হারিয়ে ফেলেন, তখন তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেখা করতে লন্ডনে ১২ ঘণ্টার ফ্লাইটে যান।
বুধবার (১১ জুন) কিশোরগঞ্জের ইটনা উপজেলার বড়িবাড়ী উচ্চ বিদ্যালয়ের মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ফজলুর রহমান বলেন, “ইউনূস সাহেব এখন এমন অবস্থায় পড়েছেন, যেখানে তিনি নিজের পথ খুঁজে পাচ্ছেন না। তাই আমাদের নেতা তারেক রহমান সাহেবের কাছে গিয়ে বলেছেন, আমাকে একটু কথা বলার সুযোগ দিন।”
তিনি আরও বলেন, “তারেক রহমানের হাতে আজ বাংলাদেশের ভবিষ্যৎ গড়ার সব ধরনের সক্ষমতা রয়েছে। আমি আগেও বলেছিলাম—বাবাকে ডেকে নির্বাচন দিতে হবে। আপনারা শুনেননি হয়তো। আমি আরও বলেছিলাম, সাপ গর্তে যাওয়ার সময় সোজা হয়ে যায়। যে ড. ইউনূস ১৫ দিন আগেও বিএনপিকে ছয় দিনের সময় চাওয়ার পরেও এক ঘণ্টা সময় দেননি, সেই তিনি এখন ১২ ঘণ্টা ফ্লাইট চালিয়ে লন্ডনে গেছেন দেখা করতে।”
ফজলুর রহমান জানান, শুক্রবার তারেক রহমান ও ড. ইউনূসের মধ্যে বৈঠক হওয়ার কথা রয়েছে। তিনি বলেন, “আশা করি, ড. ইউনূস সত্য ও সততার সঙ্গে কথা বলবেন। উনি আমার চেয়ে নয় বছরের বড়, আমার মুরুব্বি। তিনি নোবেল পুরস্কার পেয়েছেন। আমি আশাবাদী—তারেক রহমানের সঙ্গে আলোচনার মাধ্যমে দেশের মানুষকে রক্ষা করবেন। আমরা আর আন্দোলনে যেতে চাই না। বাংলাদেশের মানুষ এখন একটি সুষ্ঠু ভোট দিতে চায়।”
অনুষ্ঠানে বড়িবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি ও ফজলুর রহমানের স্ত্রী অ্যাডভোকেট উম্মে কুলসুম রেখা, ইটনা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলাম রতন, উপজেলা বিএনপির সভাপতি এসএম কামাল হোসেন, মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি এএইচএম জাহিদুল আলম জাহাঙ্গীর, অষ্টগ্রাম উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ সায়েদ আহমেদ, ইটনা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সিদ্দিকুজ্জামান ঠাকুর স্বপন, সিনিয়র সহ-সভাপতি মো. মনির উদ্দিন, সহ-সভাপতি সোহরাব হোসেন মীর, যুগ্ম-সাধারণ সম্পাদক পলাশ রহমান এবং বড়িবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মহিউদ্দিন মাখন।