
রাত ১১টায় সাঁতার শেখার সময় ইডেন মহিলাকলেজের পুকুরে ডুবে সানজিদা (১৮) মারা গেছেন; তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিউ ঢাকা টাইমস : ডেক্স রিপোর্ট
বাংলাদেশের রাজধানী ঢাকায় গত সোমবার (১৬ জুন) বেলা সাড়ে ১১টার সময় ইডেন মহিলা কলেজের পুকুরে সাঁতার শেখার সময় ১৮ বছর বয়সী কলেজছাত্রী সানজিদা আক্তার পানিতে ডুবে যান। তিনি ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সানজিদা ছিলেন অগ্রণী স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী। ইডেন কলেজের তৃতীয় বর্ষের ছাত্রী মোহনা ইসলামের সঙ্গে সাঁতার অনুশীলন করছিলেন। পুকুরের সিড়ি থেকে পড়ে গিয়ে পানির নিচে হারিয়ে যান; পরে মোহনাসহ অনেকে তাকে উদ্ধার করেন ও ঢামেকে ভর্তি করেন, তবে তখনই মৃত্যু হয়।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক। সানজিদার মরদেহ মর্গে রাখা হয়েছে এবং সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে। তার বাড়ি পুরান ঢাকার চকবাজার থানার চম্পাকলি এলাকায়। বাবার নাম মো. সারজু।
অন্য পত্রিকার হেডলাইন
বাংলানিউজ২৪.কম: “ইডেন কলেজের পুকুরের পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু”
Channel 24: “ইডেন কলেজের পুকুরে ডুবে নিহত শিক্ষার্থী”
Dhaka Post: “ইডেন কলেজের পুকুরে ডুবে অগ্রণী কলেজের শিক্ষার্থীর মৃত্যু”
Sarabangla: “ইডেন কলেজের পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু”