
নোয়াখালীর কোম্পানীগঞ্জে প্রবাসীর বাড়িতে ‘লাল বাহিনী’ নামের ডাকাত চক্র একটি উড়ো চিঠি পাঠিয়ে ভয়াবহ হুমকি দিয়েছে—টাকা না পেলে হত্যা ও গণধর্ষণের মতো অপরাধ ঘটানোর ঘোষণা।
নিউ ঢাকা টাইমস : ডেক্স রিপোর্ট
বাংলাদেশের নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নে এক ইতালি প্রবাসীর বাড়িতে ডাকাত চক্র হুমকির চিঠি পাঠিয়েছে। বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেলে প্রবাসীর বাবা সিরাজ মিয়া কোম্পানীগঞ্জ থানায় এবং সেনা ক্যাম্পে পরিবারের নিরাপত্তা চেয়ে লিখিত অভিযোগ করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডে সিরাজ মিয়ার বাড়ির সামনে একটি খামে মোড়া হাতে লেখা চিঠি পাওয়া যায়। এতে লেখা ছিল, “তোমাদের বাড়িতে প্রচুর স্বর্ণালংকার ও নগদ টাকা রয়েছে। যদি আমাদের চাহিদা অনুযায়ী কিছু না পাই, তাহলে তোমার ছেলে ও নাতিকে হত্যা করব। ছেলের বউকে তোমার সামনে গণধর্ষণ করা হবে।” চিঠির শেষে স্বাক্ষর ছিল: “ইতি, তোমাদের স্নেহধন্য—লাল শাহ্ ডাকাত (লাল বাহিনীর প্রধান)।”
সিরাজ মিয়া জানান, তার এক ছেলে ইতালিতে থাকেন। সম্প্রতি ছেলেটি দেশে ফিরেছেন এবং পরিবারসহ বাড়িতেই অবস্থান করছেন। বুধবার রাত ১০টার দিকে বাজার থেকে বাড়ি ফেরার সময় গেটের সামনে খামটি পড়ে থাকতে দেখা যায়। চিঠি পড়ে পরিবারের সদস্যরা রাতভর আতঙ্কে ছিলেন। পরদিনই স্থানীয় সেনা ক্যাম্প ও থানায় লিখিত অভিযোগ করা হয়।
এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
অন্যান্য পত্রিকায় প্রকাশিত শিরোনাম:
BanglaNews24.com:
🔹 ‘স্বর্ণালংকার না দিলে ছেলের বউকে গণধর্ষণের হুমকি’
চ্যানেল ২৪: প্রবাসীর বাড়িতে ডাকাতের উড়ো চিঠি, গণধর্ষণ ও হত্যার হুমকি
আমাদের সময়: ইতালি প্রবাসীর বাড়িতে উড়ো চিঠি, গণধর্ষণ ও হত্যার হুমকি
কালবেলা: প্রবাসীর বাড়িতে ডাকাতের চিঠি, হত্যা-গণধর্ষণের হুমকি
দৈনিক ইনকিলাব: নোয়াখালীতে ইতালি প্রবাসীর বাড়ীতে ডাকাতের উড়ো চিঠি, গণধর্ষণ ও হত্যার হুমকি
আজকের পত্রিকা: প্রবাসীর বাড়িতে চিঠি পাঠিয়ে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যার হুমকি