
মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতায় নতুন করে বাড়ল উত্তেজনা
নিউ ঢাকা টাইমস : ডেক্স রিপোর্ট
মধ্যপ্রাচ্যের দেশ ইরানের রাজধানী তেহরানে পারমাণবিক ও সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে ইসরায়েল একাধিক হামলা চালিয়েছে।
স্থানীয় সময় ভোর ৪টার দিকে তেহরানে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। এরপর, যখন তেহরানে ভোর ৫টা ৩০ মিনিট এবং ইসরায়েলের তেল আবিব শহরে তখন ভোর ৫টা, তখন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী এই হামলার ঘটনা নিশ্চিত করেন।
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ জানান, ইরান শিগগিরই পাল্টা হামলা চালাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সেই সঙ্গে তিনি ইসরায়েলে জরুরি অবস্থা জারি করেছেন।
হামলার সময় বেশিরভাগ ইসরায়েলি নাগরিক ঘুমিয়ে ছিলেন। তবে সাইরেনের প্রচণ্ড শব্দ এবং মোবাইল ফোনে পাঠানো সতর্কবার্তার মাধ্যমে তারা জেগে ওঠেন।
এই হামলার মাধ্যমে মধ্যপ্রাচ্যের বিদ্যমান উত্তেজনা আরও বাড়ল বলে আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন।
অন্যান্য পত্রিকার উল্লেখ হেডলাইন এবং তথ্য সুত্র।
– প্রথম আলো: “তেহরানে ইসরায়েলের হামলা, ইরানের পাল্টা প্রতিক্রিয়া শঙ্কা”
– যুগান্তর: “ইরানে বিস্ফোরণ, দায় স্বীকার করল ইসরায়েল”
– বাংলাদেশ প্রতিদিন: “পারমাণবিক স্থাপনায় হামলা, জবাবের হুমকি ইরানের”
– ডেইলি ইনকিলাব: “তেহরানে বিস্ফোরণ, দায় ইসরায়েলের”
– The Daily Star: “Israel strikes Iranian nuclear facilities amid rising tensions”