
ইরানের সম্ভাব্য হামলার প্রেক্ষিতে কাতার, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত ও বাহরাইনে ফ্লাইট স্থগিত ঘোষণা, ফলে ঢাকা–গালফ রুটে সমস্ত বাণিজ্যিক ফ্লাইট বাতিল।
নিউ ঢাকা টাইমস : ডেক্স রিপোর্ট।
কাতারের মার্কিন ঘাঁটিতে হামলার সম্ভাবনা সামনে এনে, ইরানের পাল্টা হামলার আশঙ্কায় মধ্যপ্রাচ্যের চারটি দেশ তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ করেছে।
ফলে, ঢাকা থেকে কাতার, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত ও বাহরাইন যান সব বাণিজ্যিক ফ্লাইট বাতিল ঘোষণা করা হয়েছে।
সোমবার (২৩ জুন) এই চার দেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের যৌথ বিবৃতিতে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আগমন ও বাহির হওয়ার সব ধরনের ফ্লাইট স্থগিত থাকবে। নাগরিক, অধিবাসী ও ভ্রমণকারীদের নিরাপত্তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
এই সিদ্ধান্তের ফলে সরাসরি প্রভাব পড়েছে ঢাকা থেকে দোহা, দুবাই, আবুধাবি, কুয়েত ও বাহরাইনগামী যাত্রীদের ওপর।
মধ্যরাতে পাঠানো এক বিবৃতিতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ ঢাকা থেকে সমস্ত ফ্লাইট বাতিলের বিষয় নিশ্চিত করেছে।
ঢাকা থেকে পরিচালিত বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইউএস‑বাংলা এয়ারলাইন্স, কাতার এয়ারওয়েজ, এমিরেটস, ফ্লাইদুবাই, কুয়েত এয়ারওয়েজ ও গালফ এয়ারসহ একাধিক এয়ারলাইন্স তাদের ফ্লাইট বাতিলের ঘোষণা দিয়েছে।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ জানান, নির্ধারিত যাত্রার আগে এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ করে বিকল্প ব্যবস্থা নিতে যাত্রীদের প্রতি আহ্বান জানানো হয়েছে। এছাড়া সংশ্লিষ্ট দেশ থেকে আপডেট পেলে তা যাত্রীদের জানিয়ে দেওয়া হবে।
অন্য পত্রিকার শিরোনাম
Reuters: Airlines face fresh upheaval as Iran attacks US airbase in Qatar
NDTV: Kuwait, Iraq, UAE, Bahrain, Qatar Shut Airspace As Iran Attacks US Air Base
Economic Times: Kuwait, Bahrain, Qatar, UAE: Gulf shuts airspace one by one as tensions rise