
দাউদকান্দির ইলিয়টগঞ্জ রাজেন্দ্র বিশ্বনাথ উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সদস্য পদে মনোনয়নপত্র জমা দিলেন জামায়াতে ইসলামীর নেতা আক্তার হোসেন, নির্বাচন হবে আগামী ৩ নভেম্বর।
মাসুম বিন ইদ্রিস কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লার দাউদকান্দি উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ইলিয়টগঞ্জ রাজেন্দ্র বিশ্বনাথ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে অভিভাবক সদস্য পদে প্রার্থী হয়েছেন জামায়াতে ইসলামীর নেতা আক্তার হোসেন।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুর ১২টার দিকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক হোসেনের নিকট তিনি তার মনোনয়নপত্র জমা দেন। এটি ছিল মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন।
মনোনয়ন জমা দেওয়ার পর আক্তার হোসেন সাংবাদিকদের বলেন, “বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, শৃঙ্খলাপূর্ণ পরিবেশ গঠন এবং আধুনিক অবকাঠামো নির্মাণে আমি কাজ করতে চাই। অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীদের সমন্বিত প্রচেষ্টায় প্রতিষ্ঠানকে আরও এগিয়ে নেওয়া সম্ভব।”
মনোনয়ন দাখিলের সময় উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা জামায়াতে ইসলামীর সদস্য দেলোয়ার হোসেন মোল্লা, ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর ইঞ্জিনিয়ার শিমুল হাজারী, বাতাঘাষী ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি ইঞ্জিনিয়ার শওকত আকবরসহ স্থানীয় নেতৃবৃন্দ ও সমর্থকরা।
১৯০৩ সালে প্রতিষ্ঠিত ইলিয়টগঞ্জ রাজেন্দ্র বিশ্বনাথ উচ্চ বিদ্যালয়টি দাউদকান্দির অন্যতম প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান। বর্তমানে দুই হাজারেরও বেশি শিক্ষার্থী এই বিদ্যালয়ে অধ্যয়ন করছে। বিজ্ঞান ল্যাব, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও মানসম্মত শিক্ষার জন্য বিদ্যালয়টির সুনাম রয়েছে।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন আগামী ৩ নভেম্বর অনুষ্ঠিত হবে।