
দাউদকান্দির ইলিয়টগঞ্জ রাজেন্দ্র বিশ্বনাথ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য পদে চান্দিনার সুহিলপুর ইউনিয়নের এলডিপি নেতা হান্নান আখন্দ মনোনয়নপত্র দাখিল করেছেন বৃহস্পতিবার দুপুরে।
মাসুম বিন ইদ্রিস কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লার দাউদকান্দি উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ইলিয়টগঞ্জ রাজেন্দ্র বিশ্বনাথ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে অভিভাবক সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন চান্দিনা উপজেলার সুহিলপুর ইউনিয়নের এলডিপি নেতা হান্নান আখন্দ।
১৬ অক্টোবর মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে বৃহস্পতিবার দুপুর ১টার দিকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক হোসেনের নিকট তিনি আনুষ্ঠানিকভাবে তার মনোনয়নপত্র জমা দেন।
মনোনয়ন জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে হান্নান আখন্দ বলেন, “আমি বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন, শৃঙ্খলাবদ্ধ পরিবেশ গঠন এবং অবকাঠামোগত অগ্রগতির জন্য কাজ করতে চাই। অভিভাবক ও শিক্ষক সমাজের সহযোগিতা পেলে এই বিদ্যালয়কে আরও সমৃদ্ধ করা সম্ভব।”
এ সময় উপস্থিত ছিলেন সুহিলপুর ইউনিয়ন এলডিপির সাধারণ সম্পাদক তারেক পাশা, বিএনপির সাধারণ সম্পাদক হারুনর রশীদ, সাবেক মেম্বার আবদুল কাদের, মনির হোসেন, মামুন মুন্সি, মোক্তার হোসেন, ওমর ফারুক, মাইনুদ্দিন মেম্বারসহ স্থানীয় নেতৃবৃন্দ ও সমর্থকরা।
উল্লেখযোগ্য যে, ইলিয়টগঞ্জ রাজেন্দ্র বিশ্বনাথ উচ্চ বিদ্যালয় দাউদকান্দি উপজেলার অন্যতম প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান। ১৯০৩ সালে প্রতিষ্ঠিত এ বিদ্যালয়ে বর্তমানে দুই হাজারেরও বেশি শিক্ষার্থী অধ্যয়ন করছে। বিদ্যালয়টি স্থানীয়ভাবে মানসম্মত শিক্ষা, আধুনিক বিজ্ঞান ল্যাব ও নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতার জন্য সুপরিচিত।
আগামী ৩ নভেম্বর বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হবে।