
এক মাস ধরে আন্দোলন করেও গেজেট প্রকাশের পরও ইশরাক শপথ নেননি, সমর্থকরা নতুন করে বিক্ষোভ শুরু করেছে।
নিউ ঢাকা টাইমস : ডেক্স রিপোর্ট
বিএনপির নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে গেজেট প্রকাশিত হওয়া সত্ত্বেও শপথ গ্রহণে বাধা দেয়ায় তার সমর্থকরা আবার প্রতিবাদ শুরু করেছেন।
আজ মঙ্গলবার সকাল ১০টা থেকে নগর ভবনের ভেতরে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেছেন তারা। বিক্ষোভকারীরা অভিযোগ করেন, সরকার ইচ্ছাকৃতভাবে তাদের বিচার প্রক্রিয়ায় বাধা দিচ্ছে, যা গণতন্ত্রীয় নীতির পরিপন্থী।
তারা দাবি করেন, দ্রুতই ইশরাককে শপথ নেওয়ার সুযোগ দিয়ে মেয়র হিসেবে দায়িত্ব বুঝিয়ে দিতে হবে, আর পাশাপাশি স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদকে পদত্যাগ করতে হবে।
তারা আরও বলেন, আদালতের রায় স্পষ্ট থাকা সত্ত্বেও কিছু প্রভাবশালী মহল রাজনৈতিক উদ্দেশে একরোখা বাধা সৃষ্টি করছে। এটি আইনের শাসন ও জনগণের রায়ের প্রতি চরম অবাধ্যতা।
ইশরাকের সমর্থকরা ১৪ মে থেকে নগর ভবনের বাইরে অবস্থান করে আসছেন। এক পর্যায়ে তারা তালা ঝুলিয়ে নগর ভবনের কার্যক্রম বন্ধ করে দেন। এর পর সেপটেম্বরে ঈদুল আজহার ছুটির জন্য ৪ জুন আন্দোলন কিছুটা স্থগিত করে, তবে ছুটির পর ১৫ জুন থেকে আবার তা শুরু হয়।
বিক্ষোভের মধ্যেই গত ২১ ও ২২ মে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা এলাকা ঘিরে অবস্থান নেয় তারা। যদিও ঈদের জন্য ছুটি শেষে শিথিল হয়েছিল কর্মসূচি, তবুও ছুটির পর ফের আক্রমণাত্মক হয়েছে আন্দোলন।
✅ অন্য পত্রিকার হেডলাইন
যুগান্তর: “ইশরাককে মেয়রের শপথ পড়ানোর আর কোনো সুযোগ নেই: উপদেষ্টা আসিফ”
প্রথম আলো: “শপথ না নিয়েই মেয়রের ‘দায়িত্ব’ পালন ইশরাকের”
The Daily Star (ইংরেজিতে): “Ishraque joins in as protests swell”