ইসরায়েলি বিমান হামলায় নিহত হলেন ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা

তেহরানে হামলায় ধ্বংস হয় রেভল্যুশনারি গার্ডের সদর দপ্তর

নিউ ঢাকা টাইমস : ডেক্স রিপোর্ট

ইরানের ইসলামি রেভল্যুশনারি গার্ডের (IRGC) কমান্ডার ইন চিফ জেনারেল হোসেইন সালামি নিহত হয়েছেন ইসরায়েলের এক বিমান হামলায়। শুক্রবার (১৩ জুন) সিএনএন একটি প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে।

বৃহস্পতিবার রাতে ইসরায়েল পরিচালিত হামলায় জেনারেল সালামি প্রাণ হারান বলে জানিয়েছে একাধিক ইরানি রাষ্ট্রীয় সংবাদমাধ্যম। হামলায় রাজধানী তেহরানে অবস্থিত বিপ্লবী গার্ডের সদর দপ্তর মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যমগুলোর খবর, ঘটনাস্থল থেকে আগুন এবং ধোঁয়া বের হতে দেখা গেছে।

ইসরায়েলি সেনাবাহিনী টাইমস অব ইসরায়েলকে জানিয়েছে, তারা ‘নেশন অব লায়ন্স’ নামক একটি বিমান অভিযান পরিচালনা করেছে। ইরানের পারমাণবিক কর্মসূচি থেকে আসা তাৎক্ষণিক হুমকির প্রতিক্রিয়ায় এ হামলা চালানো হয় বলে দাবি তাদের।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় আঘাত হানা হয়েছে এবং যতক্ষণ না মিশন শেষ হয়, অভিযান চলবে।

ইসরায়েলজুড়ে ‘বিশেষ জরুরি অবস্থা’ ঘোষণা করা হয়েছে। নাগরিকদের সতর্ক রাখতে আগাম প্রতিরোধমূলক পদক্ষেপ হিসেবে এই হামলা চালানো হয় বলে জানিয়েছে ইসরায়েল সরকার।

এদিকে, ইরানি সংবাদমাধ্যম নূর নিউজ জানায়, তেহরান এবং আশপাশের এলাকায় একাধিক বিস্ফোরণ শোনা গেছে। পরিস্থিতি বিবেচনায় ইরান তার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সর্বোচ্চ সতর্কতায় রেখেছে এবং ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দরের সব ফ্লাইট বাতিল করা হয়েছে।

ইরানের রাষ্ট্রীয় টিভি প্রেস টিভি জানায়, এই হামলায় বহু হতাহত হয়েছে। তবে সুনির্দিষ্ট সংখ্যা এখনো জানানো হয়নি। এক ইসরায়েলি প্রতিরক্ষা কর্মকর্তা আশঙ্কা প্রকাশ করেছেন, হামলায় ইরানের কয়েকজন পারমাণবিক বিজ্ঞানীও মারা গেছেন।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, এই হামলায় যুক্তরাষ্ট্রের কোনো সংশ্লিষ্টতা নেই। তাঁর বক্তব্য, মার্কিন সেনাদের নিরাপত্তাই যুক্তরাষ্ট্রের প্রথম অগ্রাধিকার। একই সঙ্গে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যুক্তরাষ্ট্রের স্বার্থ বা সেনাদের ওপর হামলা হলে পরিণতি হবে ভয়াবহ।

এর আগে বুধবার ইরানের প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদেহ বলেন, পারমাণবিক আলোচনা ব্যর্থ হলে এবং যুদ্ধ শুরু হলে ইরান সরাসরি মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্য করবে।

অন্যান্য পত্রিকার উল্লেখ
– সিএনএন: “Iran’s top IRGC commander killed in Israeli airstrike”
– টাইমস অব ইসরায়েল: “Israel hits Iranian nuclear targets in bold air raid”
– আল জাজিরা: “Iran’s top military leader killed in Tehran attack”
– রয়টার্স: “Explosion in Tehran kills IRGC chief amid Israeli strike”
– বিবিসি: “Israel launches strike on Iran, top general dead”
– নিউইয়র্ক টাইমস: “Israeli jets hit Iran, kill IRGC commander”
– গার্ডিয়ান: “Iran confirms death of top commander in Israeli airstrike”
– ফক্স নিউজ: “Israeli military confirms successful operation against Iran”
– ডয়চে ভেলে: “Iran’s military base in Tehran hit by Israeli strike”
– এপি নিউজ: “Israel’s preemptive strike kills top Iranian commander”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *