
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে পদত্যাগের ঘোষণা দেন, যেখানে তিনি অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও ষড়যন্ত্রের অভিযোগ তোলেন।
নিউ ঢাকা টাইমস : ডেক্স রিপোর্ট
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্রের পদ থেকে সরে দাঁড়িয়েছেন উমামা ফাতেমা। শুক্রবার (২৭ জুন) দিবাগত রাত ২টার পর ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ সিদ্ধান্তের কথা জানান। পোস্টে তিনি সংগঠনের অভ্যন্তরীণ দ্বন্দ্ব, ষড়যন্ত্র এবং চরিত্রহননের অভিযোগ তোলেন।
উমামা ফাতেমা জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি কেন্দ্রীয় কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। তিনি বলেন, এনসিপি নামক রাজনৈতিক দল গঠনের পর তিনি জুলাইয়ের অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করার দায়বদ্ধতা থেকে এই ব্যানার নিয়ে কাজ করার সিদ্ধান্ত নেন। কিন্তু দলীয় লেজুড় ও প্রেসক্রিপশনের বাইরে এই ব্যানারটি স্বাধীনভাবে কাজ করলে অনেকের রাজনৈতিক ভবিষ্যত হুমকির মুখে পড়ত। তাই তার ওপর অনলাইন ও অফলাইনে ভয়াবহ চাপ সৃষ্টি করা হয়।
তিনি আরও বলেন, যারা তার সঙ্গে মিটিং ও মিছিল করেছেন, তারাই পরিকল্পিতভাবে জুনিয়রদের দিয়ে তার বিরুদ্ধে স্মিয়ার ক্যাম্পেইন চালান। তিনি অভিযোগ করেন, এই সহযোদ্ধারা মানুষকে টিস্যু পেপারের মতো ব্যবহার করে, প্রয়োজন শেষ হলে ছুঁড়ে ফেলেন।
উমামা ফাতেমা বলেন, মার্চ-এপ্রিল মাসে এই প্ল্যাটফর্ম নিয়ে কাজ করতে গিয়ে দেখেছেন, ভেতর থেকে প্ল্যাটফর্মকে সুবিধাবাদীরা খেয়ে ফেলেছে। তিনি জানান, বিভিন্ন শাখা কমিটিতে অনেক স্বদিচ্ছার মানুষ ছিল, যারা পরিবর্তনের স্বপ্ন নিয়ে কমিটিতে আসছিল। কিন্তু তারাও এই সুবিধাবাদীদের কাছে জায়গা করতে পারেনি।
তিনি বলেন, প্ল্যাটফর্ম থেকে এমপাওয়ারিং আওয়ার ফাইটার্স নিয়ে কাজে মনোযোগ দেন। বিজ্ঞান নিয়ে কাজ করার ইচ্ছা ছিল, সেসবে মনোযোগ দেন। তিনি জানান, রাজনৈতিকভাবে চাইলে অনেক সুবিধা নিতে পারতেন, কিন্তু পারেননি। তিনি বলেন, অনেক বেশি মানুষ মারা গেছে, এতগুলা সন্তান এতিম হয়েছে, মেয়েরা বিধবা হয়েছে, বাবা-মা সন্তানহারা হয়েছে। তিনি পারলেন না এসবকে পলিটিক্যালি ক্যাশ করতে।
উমামা ফাতেমা বলেন, যারা তাকে কষ্ট দিয়েছে, তার সঙ্গে নোংরামি করেছে এতগুলা মাস, অভ্যুত্থানকে বাজারদরে কেনাবেচা করেছে, তাদের তিনি কখনো ক্ষমা করবেন না। তিনি বলেন, তিনি রুহের ভেতর থেকে বদদোয়া দিচ্ছেন এই মোনাফেকদের।
তিনি পোস্টের শেষে বলেন, তিনি গত ৮-৯ মাসকে ঝেড়ে ফেলে সামনে আগাতে চান। তিনি পরামর্শ দেন, সবাই যাতে পড়ার টেবিলে মনোযোগ দেন, কাজে মনোযোগ দেন। তিনি জানান, তিনি ভেঙে পড়ছেন না, গুছিয়ে আনছেন সবকিছু।
অন্য পত্রিকার হেডলাইন:
“বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে আমার আনুষ্ঠানিক যাত্রা এখানেই …” – দৈনিক জনকণ্ঠ
“রাজনৈতিক পরিচয় জানিয়ে পদত্যাগ করলেন সমন্বয়ক ফাতেমা” – নবীন নিউজ
“ছাত্র ফেডারেশন থেকে অব্যাহতি নিলেন আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক …” – আজকের পত্রিকা