এই ঈদে কত পেল অনুদান এনসিপি

নিউ ঢাকা টাইমস : ডেক্স রিপোর্ট

‘আপনার অনুদানে আগামীর বাংলাদেশ’ শিরোনামে বাংলাদেশে শুরু হওয়া জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর ক্রাউডফান্ডিং উদ্যোগটি ঈদের ছুটির মধ্যেও উল্লেখযোগ্যভাবে সাড়া পেয়েছে।

বাংলাদেশে ঈদের সরকারি ছুটির সময় ব্যাংকসহ বিভিন্ন আর্থিক লেনদেনের মাধ্যমগুলো বন্ধ থাকার পরও এই সময়েই ৩,২৬৫ জন নাগরিক এনসিপির অ্যাকাউন্টে অনুদান দিয়েছেন। এই কার্যক্রমটি ৫ জুন আনুষ্ঠানিকভাবে শুরু হয় এবং এরপর থেকেই বাংলাদেশে বসবাসরত অনুদানদাতারা মোট ১৩,৮১,৮১০ (তের লাখ একাশি হাজার আটশ দশ) টাকা জমা দিয়েছেন।

১১ জুন, বুধবার, এনসিপির যুগ্ম সদস্য সচিব ও কোষাধ্যক্ষ এস এম সাইফ মোস্তাফিজ তার ব্যক্তিগত ফেসবুক পোস্টে এসব তথ্য জানিয়েছেন। তার এই বার্তা এনসিপির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ শেয়ার করেছেন।

ওই পোস্টে এস এম সাইফ মোস্তাফিজ উল্লেখ করেন, বাংলাদেশে ৫ জুন থেকে এনসিপির এই উদ্যোগটি শুরু হয়। তিনি জানান, শুধু ঈদের ছুটির মধ্যেই ৩ হাজার ২৬৫ জন বাংলাদেশি নাগরিক মোট ১৩ লাখ ৮১ হাজার ৮১০ টাকা অনুদান দিয়েছেন।

এছাড়াও তিনি জানান, অনুদানের মধ্যে এনসিপির নিজস্ব ওয়েবসাইটে জমা পড়েছে ৭ লাখ ৬৬ হাজার টাকা, সিটি ব্যাংকের মাধ্যমে এসেছে ৪ লাখ ৯৮ হাজার ২১৪ টাকা এবং ইসলামী ব্যাংক থেকে পাওয়া গেছে ১ লাখ ১৭ হাজার ৫৯৬.৪১ টাকা।

পোস্টে তিনি আরও জানান, বিশ্বের বিভিন্ন দেশের প্রবাসী বাংলাদেশিরাও এই উদ্যোগে অংশ নিতে আগ্রহ প্রকাশ করছেন। তিনি জানান, শিগগিরই নিবন্ধনসহ প্রয়োজনীয় কিছু প্রক্রিয়া শেষ হলে প্রবাসী বাংলাদেশিরাও এনসিপির ওয়েবসাইটে সরাসরি অনুদান দিতে পারবেন।

সবশেষে তিনি ধন্যবাদ জানান সবাইকে, যারা ব্যস্ততার মধ্যেও এই স্বচ্ছ রাজনীতির উদ্যোগকে সহযোগিতা করছেন। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে ওয়েবসাইট donate.ncpbd.org ও অন্যান্য মাধ্যমেও আরো বেশি অনুদান আসবে। তার মতে, জনগণের এই সহায়তা থাকলে তরুণদের পথচলা কখনোই থেমে যাবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *