এই সরকার শুধুমাত্র নির্বাচন দেওয়ার জন্য নয়: হাসনাত আবদুল্লা

সাবহেডলাইন: অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব ও জুলাই সনদের গুরুত্ব নিয়ে এনসিপি নেতার ফেসবুক প্রতিক্রিয়া
নিউ ঢাকা টাইমস : ডেক্স রিপোর্ট

বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার এবং নির্বাচনকে ঘিরে আলোচনায় মুখ খুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। শুক্রবার (১৩ জুন) রাত ১০টায় নিজের ফেসবুক অ্যাকাউন্টে তিনি এ নিয়ে বিস্তারিত প্রতিক্রিয়া প্রকাশ করেন।

হাসনাত আবদুল্লাহ লেখেন, অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠককে ইতিবাচকভাবে দেখা উচিত। তিনি মনে করেন, বাংলাদেশের স্বার্থে এবং জাতীয় ঐকমত্য গঠনে রাজনৈতিক দলের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক অপরিহার্য।

তবে তিনি হতাশা প্রকাশ করে লেখেন, আলোচনায় নির্বাচনের মাস ও তারিখকে যতটা গুরুত্ব দেওয়া হয়েছে, দেশের জন্য গুরুত্বপূর্ণ বিষয়—বিচার ও মৌলিক সংস্কার—সেভাবে গুরুত্ব পায়নি। তার মতে, এই অন্তর্বর্তীকালীন সরকার কেবলমাত্র একটি নির্বাচন দেওয়ার জন্য নয়, বরং অভ্যুত্থান-পরবর্তী বাস্তবতায় দেশের মানুষের ত্যাগ-তিতিক্ষার ভিত্তিতে গঠিত একটি দায়বদ্ধ সরকার।

তিনি আরও লেখেন, জুলাই মাসের মধ্যে “জুলাই ঘোষণাপত্র” ও “জুলাই সনদ”, দৃশ্যমান বিচার এবং নির্বাচনকেন্দ্রিক মৌলিক সংস্কার বাস্তবায়ন হওয়া জরুরি। তিনি বলেন, জুলাই সনদের আগে নির্বাচনের সময় ও তারিখ নিয়ে আলোচনা করা মানেই সরকারের মূল দায়বদ্ধতা ভুলে যাওয়া।

হাসনাতের বক্তব্যে আরও বলা হয়, বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে প্রশাসনিক প্রভাব বিস্তার, চাঁদাবাজি, দখলবাজি ও পেশিশক্তির অপব্যবহার পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। এই প্রেক্ষাপটে অন্তর্বর্তীকালীন সরকারের জন্য একটি লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করাই হবে বড় চ্যালেঞ্জ। এটি একটি সুষ্ঠু নির্বাচনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ শর্ত।

শেষে তিনি বলেন, নির্বাচনের সময় এপ্রিল হবে কি ফেব্রুয়ারি, সেটি মুখ্য নয়—প্রধান বিষয় হলো জুলাই সনদের আলোকে দৃশ্যমান বিচার ও সংস্কার বাস্তবায়ন হয়েছে কিনা, সেটিই গুরুত্বপূর্ণ।


📰 অন্যান্য পত্রিকার উল্লেখ হেডলাইন এবং তথ্যসূত্র।
– প্রথম আলো: “তারেক রহমানের সঙ্গে ড. ইউনূসের বৈঠক নিয়ে হাসনাতের ফেসবুক পোস্ট”
– কালের কণ্ঠ: “জুলাই সনদ ছাড়া নির্বাচন নয়: হাসনাত”
– বাংলাদেশ প্রতিদিন: “নির্বাচনের আগে সংস্কার চান এনসিপি নেতা”
– যমুনা নিউজ: “হাসনাত বললেন, এই সরকার শুধু নির্বাচনের জন্য নয়”
– The Daily Star: “NCP leader warns against skipping July reforms before polls”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *