
এক নারীকে ধর্ষণের চেষ্টা ও ছুরিকাঘাতের অভিযোগে কক্সবাজারের রামু উপজেলায় আব্দুল মান্নান (২৬) নামের এক যুবককে স্থানীয়রা পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছেন।
নিউ ঢাকা টাইমস : ডেক্স রিপোর্ট
রোববার (২৯ জুন) সকাল সাড়ে ১০টার দিকে কক্সবাজারের রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের কম্বনিয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আব্দুল মান্নান ওই এলাকার বাসিন্দা। বিষয়টি রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৈয়বুর রহমান নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মান্নান এক নারীর ঘরে ঢুকে তাকে ধর্ষণের চেষ্টা করেন। ব্যর্থ হয়ে ওই নারীকে ছুরিকাঘাত করেন তিনি। তার চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে মান্নানকে ধরে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আহত নারীকে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ওসি মো. তৈয়বুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যান। মান্নান একটি ডাকাতদলের সক্রিয় সদস্য ছিলেন। এক নারীকে ধর্ষণের চেষ্টা ও ছুরিকাঘাতের ঘটনায় তাকে হত্যা করা হয়।
রামু থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ ফরিদ বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে খুন, ডাকাতি ও অপহরণসহ একাধিক মামলা রয়েছে।
অন্য পত্রিকার হেডলাইন:
কক্সবাজারে তরুণীকে ধর্ষণচেষ্টা, গণপিটুনিতে যুবক নিহত – Somoy TV
রামুতে ধর্ষণচেষ্টার অভিযোগে পিটুনিতে এক যুবক নিহত – প্রথম আলো
রামুতে তরুণীকে ধর্ষণচেষ্টা, যুবককে পিটিয়ে হত্যা – Jagonews24