এনসিপি সভায় বৈষম্যবিরোধী ছাত্রনেতাকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম

সাব-হেডলাইন: মাদারীপুরে এনসিপি’র কর্মীসভায় জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মাসুম বিল্লাহকে ধারালো অস্ত্র ও হাতুড়ি দিয়ে আক্রান্ত করে গুরুতর আহত করে স্থান ত্যাগ করা হয়। ঢাকা মেডিকেলে নেওয়া হয়েছে‌—নিউজ ঢাকা টাইমস : ডেক্স রিপোর্ট*

নিউজ ঢাকা টাইমস : ডেক্স রিপোর্ট

মাদারীপুরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত কর্মীসভায় জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মাসুম বিল্লাহকে সাহসীভাবে আক্রমণ করা হয়। গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (২৫ জুন) বিকাল ৪টায় মাদারীপুর শহরের ভূঁইয়া কমিউনিটি সেন্টারে উপজেলা এনসিপির কর্মীসভা শুরু হওয়ার আগেই ঘটনা ঘটে।

নিহিত সূত্রে জানা যায়, এনসিপির জেলা সমন্বয় কমিটির যুগ্ম-সমন্বয়কারী হাসিবুল্লাহর নেতৃত্বে আইনি বাহিনী ও সহকর্মী রাতুল ও টুটুল ও আরও প্রায় ২০–২৫ জন উপস্থিত ছিলেন। তারা ধারালো অস্ত্র ও হাতুড়ি নিয়ে মাসুম বিল্লাহকে আকস্মিকভাবে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখমের পর ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়।

সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে নিকটস্থ মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি দেখে ডাক্তাররা উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজে রেফার করেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাদারীপুর জেলার আহ্বায়ক নিয়ামতউল্লা অভিযোগ করেন, এনসিপি কর্তৃক গঠিত জেলা সমন্বয় কমিটি ছাত্র আন্দোলনের দাবির বিরুদ্ধে। সেই কারণেই মাসুম বিল্লাহর উপর আক্রমণ চালানো হয়। তিনি দ্রুত অভিযুক্তদের গ্রেফতারের দাবি জানান।

সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আকাস মাতুব্বর বলেন, মাসুম কর্মীসভায় আগমণ করার পর হামলা হয়। তারা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এই ঘটনার তীব্র নিন্দা ও বিচার দাবি করেন।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্তদের নাম পাওয়া গেছে। দ্রুত গ্রেফতারের মাধ্যমে তাদের আইনের আওতায় আনা হবে।


একই সংবাদ প্রকাশিত হয়েছে এখানে:

“মাদারীপুরে এনসিপির কর্মীসভায় ছাত্রনেতা মাসুম বিল্লাহর ওপর বর্বর হামলা” — Daily Bangladesh Halo

“মাদারীপুরে এনসিপির কর্মিসভায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকে কুপিয়ে জখম” — Prothom Alo

“মাদারীপুরে এনসিপির কর্মী সভায় বৈষম্যবিরোধী নেতাকে পিটিয়ে জখম” — bdnews24.com

“বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকে কোপালেন এনসিপি নেতা” — The News24

“এনসিপির কর্মীসভায় বৈষম্যবিরোধী ছাত্রনেতাকে হাতুড়িপেটা” — Jagonews24.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *