এবছর হজ পালন করতে গিয়ে ২২ জন বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন

নিউ ঢাকা টাইমস : ডেক্স রিপোর্ট

সৌদি আরবে হজ পালন শেষে ইতোমধ্যে দেশে ফিরেছেন আট হাজার ৬০৬ জন বাংলাদেশি হাজি। এদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ছিলেন ৮৩৭ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৭ হাজার ৭৬৯ জন।

এই তথ্য বৃহস্পতিবার (১২ জুন) সকালে হজ পোর্টালের ‘পবিত্র হজ-২০২৫’ বিষয়ক বুলেটিনে জানানো হয়।

জানা গেছে, এবছর হজ করতে গিয়ে সৌদি আরবে ২৩ জন বাংলাদেশি হজযাত্রী মৃত্যুবরণ করেছেন। হজ অনুষ্ঠিত হয়েছে গত ৫ জুন। আর হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হয়েছে মঙ্গলবার, ১০ জুন থেকে।

হজযাত্রীদের দেশে ফেরা শুরু হয়েছে তিনটি এয়ারলাইন্সের মাধ্যমে। বুধবার মধ্যরাত পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৪টি ফ্লাইটে দেশে ফেরেন ১ হাজার ৪০৯ জন হাজি। সৌদি এয়ারলাইন্সের ৮টি ফ্লাইটে ফেরেন ৩ হাজার ১৮৫ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের ১০টি ফ্লাইটে দেশে ফেরেন আরও ৪ হাজার ১২ জন।

ফিরতি ফ্লাইট চলবে আগামী ১০ জুলাই পর্যন্ত।

এ বছর বাংলাদেশ থেকে মোট ৮৭ হাজার ১৫৭ জন হজযাত্রী (ব্যবস্থাপনা সদস্যসহ) সৌদি আরব গিয়েছিলেন। এদের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১০৮টি ফ্লাইটে গিয়েছেন ৪২ হাজার ৪০৪ জন, সৌদি এয়ারলাইন্সের ৮৩টি ফ্লাইটে গিয়েছেন ৩১ হাজার ৬৭৬ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের ৩৩টি ফ্লাইটে গিয়েছেন ১৩ হাজার ৭৭ জন বাংলাদেশি।

সৌদি যাত্রা শুরু হয়েছিল ২৯ এপ্রিল থেকে এবং শেষ হয় ৩১ মে।

এদিকে হজ করতে গিয়ে মারা যাওয়া ২৩ বাংলাদেশির মধ্যে ২১ জন পুরুষ এবং ২ জন নারী। এর মধ্যে মক্কায় মারা গেছেন ১৫ জন, মদিনায় ৭ জন এবং আরাফার ময়দানে মারা গেছেন ১ জন হজযাত্রী।

বাংলাদেশ হজ অফিস সূত্রে জানা গেছে, বর্তমানে সৌদি আরবের বিভিন্ন সরকারি হাসপাতালে ভর্তি আছেন ২৩ জন বাংলাদেশি হাজি। এছাড়া, এ পর্যন্ত চিকিৎসা নিয়েছেন মোট ১৯৩ জন।

তথ্যসূত্র :

📰 অন্যান্য পত্রিকার উল্লেখ হেডলাইন।
– বিডিনিউজ২৪: “হজ করতে গিয়ে সৌদি আরবে ২৩ বাংলাদেশির মৃত্যু”
– বাংলা ট্রিবিউন: “হজ পালন শেষে ফিরলেন আট হাজারের বেশি হাজি”
– প্রথম আলো: “হজযাত্রীদের দেশে ফেরা শুরু, মৃত্যু ২৩ জনের”
– কালের কণ্ঠ: “হজ শেষে ফিরছে হাজিরা, এ বছর মারা গেছেন ২৩ জন”
– দৈনিক ইনকিলাব: “বাংলাদেশি ২৩ হজযাত্রীর মৃত্যু, ফিরেছেন ৮ হাজারের বেশি”
– জাগো নিউজ: “হজ শেষে ফিরতি ফ্লাইটে ৮ হাজারের বেশি হাজি দেশে ফিরেছেন”
– মানবজমিন: “হজ শেষে দেশে ফিরলেন হাজারো হাজি”
– যুগান্তর: “হজ করতে গিয়ে ২৩ বাংলাদেশির মৃত্যু”
– দ্য ডেইলি স্টার: “23 Bangladeshi pilgrims die during Hajj in Saudi Arabia”
– নিউজবাংলা২৪: “হজে গিয়ে ২৩ বাংলাদেশির মৃত্যু, ফিরেছেন ৮ হাজার হাজি”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *