কুমিল্লায় এমকে আনোয়ারের কবর জিয়ারতে খালেদা জিয়ার সাবেক এপিএস ইঞ্জিনিয়ার মতিন

১৩ সেপ্টেম্বর শনিবার কুমিল্লার হোমনায় বিএনপির প্রয়াত নেতা এমকে আনোয়ারের কবর জিয়ারতে অংশ নিলেন খালেদা জিয়ার সাবেক এপিএস ইঞ্জিনিয়ার এমএ মতিন খান, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

মাসুম বিন ইদ্রিস কুমিল্লা উত্তর প্রতিনিধি

কুমিল্লা উত্তর প্রতিনিধি জানান, বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য এবং প্রাক্তন মন্ত্রী মরহুম এমকে আনোয়ারের কবর জিয়ারত করেছেন ইঞ্জিনিয়ার এমএ মতিন খান। তিনি বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সাবেক এপিএস-২ ও অবসরপ্রাপ্ত সচিব। শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে হোমনায় অনুষ্ঠিত দোয়া ও মোনাজাতে তিনি উপস্থিত ছিলেন। সেখানে খালেদা জিয়ার সুস্থতা এবং দেশবাসীর মঙ্গল কামনা করে প্রার্থনা করা হয়।

এর আগে হোমনায় এমকে আনোয়ারের বাড়ির সামনে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মতিন খান। তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সততার প্রতীক ছিলেন। বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানও একই আদর্শে বিশ্বাসী। তাদের পথ অনুসরণ করেই তিনি রাজনীতি চালিয়ে যাচ্ছেন এবং মূলত তারেক রহমানের নেতৃত্বকে শক্তিশালী করার লক্ষ্যে কাজ করছেন।

তিনি আরও উল্লেখ করেন, হোমনা ও তিতাসের সম্পর্ক কেবল ভৌগোলিক নয়, এটি আত্মার ও ভ্রাতৃত্বের বন্ধনে গড়া। এই ঐতিহাসিক বন্ধন চিরস্থায়ী হবে। মানুষের উপস্থিতি আবারও প্রমাণ করেছে—এই অঞ্চল বিএনপির গুরুত্বপূর্ণ ঘাঁটি।

নির্বাচন কমিশনের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মতিন খান বলেন, তিতাসকে হোমনার সঙ্গে মিলিয়ে কুমিল্লা-২ আসনের নতুন সীমানা নির্ধারণ করা জনগণের দীর্ঘদিনের দাবি ছিল। ভৌগোলিক প্রেক্ষাপট ও ভোটার সংখ্যার ভিত্তিতে এই সিদ্ধান্ত যথার্থ হয়েছে।

তিনি প্রতিশ্রুতি দেন, যদি বিএনপি থেকে মনোনয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন তবে জনগণের সেবক হয়ে কাজ করবেন। হোমনা ও তিতাসবাসীর কল্যাণ হবে তার জীবনের প্রধান লক্ষ্য।

শনিবার সকাল ১১টায় তিতাসের কড়িকান্দি বাজার থেকে আনন্দ মিছিল শুরু হয়। শতাধিক মোটরসাইকেল ও গাড়িবহরে হাজারো নেতাকর্মী এতে অংশ নেন। মিছিলটি হোমনা গৌরীপুর আঞ্চলিক সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় মিলিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিএনপির পদবঞ্চিত নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. জহিরুল হক জহর। বিশেষ অতিথি ছিলেন সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা হক, তিতাস উপজেলা বিএনপির সাবেক সভাপতি মনিরুল হক তপন ভূঁইয়া, জহিরুল ইসলাম জাদু মোল্লা, মোক্তার হোসেন, হারুন অর রশীদ ভূঁইয়া, জহিরুল ইসলাম, মজিবুর রহমান, মাইনুদ্দিন, সিরাজ মিয়া, মনির হোসেন ভূঁইয়া ও ছাত্রদল নেতা নাঈমসহ অনেকেই।

এসময় হোমনা ও তিতাসের কয়েক হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত ৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশনের গেজেটে তিতাস উপজেলাকে হোমনার সঙ্গে যুক্ত করে কুমিল্লা-২ আসন পুনর্বিন্যাস করা হয়, যার আনন্দে এই কর্মসূচি আয়োজন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *