
কুমিল্লার হোমনায় শুক্রবার সকালে মরহুম এম.কে আনোয়ারের অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কোরআন খতম, দোয়া মাহফিল ও ৬০ মাদ্রাসায় অনুদান প্রদান অনুষ্ঠিত হয়।
মাসুম বিন ইদ্রিস কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লার হোমনা উপজেলার সদরে শুক্রবার (২৪ অক্টোবর) সকালে সাবেক মন্ত্রীপরিষদ সচিব, বিএনপি স্থায়ী কমিটির সদস্য এবং কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের পাঁচবারের নির্বাচিত সংসদ সদস্য মরহুম এম.কে আনোয়ারের অষ্টম মৃত্যুবার্ষিকী যথাযথ মর্যাদায় পালন করা হয়।
মরহুমের বড় ছেলে মাহমুদ আনোয়ার কাইজারের উদ্যোগে পরিবারের পক্ষ থেকে আয়োজিত এ কর্মসূচিতে কোরআন খতম, দোয়া মাহফিল, আলোচনা সভা এবং এলাকার ৬০টি মাদ্রাসায় প্রতিটিতে পাঁচ হাজার টাকা করে আর্থিক অনুদান প্রদান করা হয়।
অনুষ্ঠানের শুরুতে মরহুম এম.কে আনোয়ারের কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন পরিবারের সদস্যরা, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। পরে আলোচনা সভা ও দোয়া মাহফিলে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাবেক এপিএস, অবসরপ্রাপ্ত সচিব ও কুমিল্লা-২ আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী ইঞ্জিনিয়ার এম.এ মতিন খান। তিনি মরহুম এম.কে আনোয়ার ও তার সহধর্মিণীর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
এ সময় হোমনা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান জহিরুল হক জহরসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।