
কুমিল্লা শিক্ষাবোর্ড চেয়ারম্যানের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে বিএনপির সাবেক এমপি ও নেতা আবদুল গফুর ভূঁইয়াকে তিন কার্যদিবসের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।
নিউ ঢাকা টাইমস : ডেক্স রিপোর্ট
কুমিল্লা, বাংলাদেশ — কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. শামছুল ইসলামের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে বিএনপির সাবেক সংসদ সদস্য (এমপি) ও নেতা আবদুল গফুর ভূঁইয়াকে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে।
শুক্রবার (১৫ আগস্ট) এ নোটিশ দেন দলটির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া।
নোটিশে উল্লেখ করা হয়, সম্প্রতি শিক্ষাবোর্ড চেয়ারম্যান এবং কুমিল্লার জেলা প্রশাসককে নিয়ে তার দেওয়া একটি বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এছাড়া ১১ ও ১২ আগস্ট নাঙ্গলকোট উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রেখে বিএনপির ইউনিয়ন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে বলে জাতীয় গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।
এ বিষয়ে তাকে আগামী তিন কার্যদিবসের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে।
বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সেলিম ভূঁইয়া বলেন, “আবদুল গফুর ভূঁইয়ার একাধিক ঘটনা নিয়ে ইতিমধ্যেই বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। আমরা তার কাছ থেকে জবাব চাইছি। জবাব পাওয়ার পর পরবর্তী সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।”
এর আগে, গত ১৮ মে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদারের বড় ভাই ড. মীর আবু সালেহ শামসুদ্দীন শিশিরকে ভোলাইন বাজার উচ্চ বিদ্যালয় ও কলেজের সভাপতি করার জন্য কুমিল্লার জেলা প্রশাসক সুপারিশ করেন। পরে শিক্ষাবোর্ড চেয়ারম্যান বিষয়টি প্রতিষ্ঠান প্রধানের কাছে পাঠান।
বিষয়টি জানার পর সাবেক এমপি আবদুল গফুর ভূঁইয়া মোবাইল ফোনে শিক্ষাবোর্ড চেয়ারম্যানকে অশ্রাব্য ভাষায় গালাগাল ও হুমকি দেন বলে অভিযোগ রয়েছে।