
সরকারি জমিতে গড়ে ওঠা এই ঘর নিয়ে দলের ভেতরেই ক্ষোভের সঞ্চার হয়েছে
নিউ ঢাকা টাইমস : ডেক্স রিপোর্ট
বাংলাদেশের কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ঘেঁষা কালা কচুয়া বাজার এলাকায় সরকারি জমিতে ঘর নির্মাণ করেছেন বিএনপির অঙ্গসংগঠন স্বেচ্ছাসেবক দলের এক নেতা। তার নাম মাহবুব আলম খোকন, যিনি বুড়িচং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য।
স্থানীয়দের ভাষ্যমতে, ৫ আগস্ট ‘স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে যাওয়ার’ পর খোকন ওই স্থানে দখল করে ঘর তৈরি করেন। এ নিয়ে অনেক বিএনপি নেতা অসন্তোষ প্রকাশ করলেও কেউ প্রকাশ্যে কিছু বলছেন না।
একজন নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপি নেতা বলেন, “এই ধরনের লোভী নেতার কারণে দলের সুনাম ক্ষুন্ন হচ্ছে। আমরা চাই না, কেউ দলের ভাবমূর্তি নষ্ট করুক।”
মাহবুব আলম খোকন নিজের অবস্থান ব্যাখ্যা করে বলেন, “২০১৪ সালে আমরা এখানে ব্যবসা করতাম। মামলা-হামলার কারণে বন্ধ হয়ে যায়। এখন আমি একটি ফলের দোকান চালাই। পাশেই একটি ছোট ঘর বানিয়েছি, যেখানে মোটরসাইকেল ও দোকানের মাল রাখি।”
এ বিষয়ে ময়নামতি ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তা নুরুল ইসলাম জানান, “এক মাস আগে সরেজমিনে গিয়ে দেখি খোকন সরকারি সড়ক ও জনপথ বিভাগের জায়গায় ঘর তুলেছেন। আমি নিষেধ করেছি এবং ঘর সরিয়ে নিতে বলেছি, কিন্তু তিনি এখনও সেটা করেননি।”
বুড়িচং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবদুল আলীম বলেন, “যদি সে সরকারি জমি দখল করে ঘর তুলে থাকে, তাহলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।”
এছাড়াও কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ মেরাজ বলেন, “স্বেচ্ছাসেবক দলে কোনো অন্যায় মেনে নেওয়া হবে না। অভিযোগ প্রমাণিত হলে খোকনের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।”
বুড়িচং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সনিয়া আক্তার বলেন, “এই বিষয়টি আমি এখন আপনার কাছ থেকেই প্রথম জানলাম। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
অন্যান্য পত্রিকার উল্লেখ হেডলাইন এবং তথ্যসূত্র
– কুমিল্লা ওয়াচ: “সরকারি জমিতে স্বেচ্ছাসেবক দলের নেতার ঘর”
– পূর্বাঞ্চল সংবাদ: “বুড়িচংয়ে দখলকৃত সরকারি জায়গায় ঘর নির্মাণ”
– আজকের কুমিল্লা: “স্বেচ্ছাসেবক দলের নেতার বিরুদ্ধে ব্যবস্থা চায় দল”
– দৈনিক জনদৃষ্টি: “সরকারি জায়গা দখল, ভূমি অফিসের হুঁশিয়ারি”
– সময় কুমিল্লা: “সরকারি জমিতে দোকান ও ঘর, ভূমি কর্মকর্তার তদন্ত”